০৮ মে, ২০২৪

Special: মানুষের কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় (১ম পর্ব)
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-26 16:33:27   Share:   

সৌমেন সুরঃ বীরেন্দ্র চট্টোপাধ্যায় মূলত মানুষের কবি। মাটি আর মানুষের কথাই তাঁর কাব্য। এক সচেতন মানবিক প্রত্যয় থেকেই তিনি কবিতা লিখতেন। আধুনিক বাংলা কবিতার অন্যতম পথিকৃৎ বীরেন্দ্র চট্টোপাধ্যায়। তাঁর কবিতায় অনুষঙ্গে প্রেম প্রকৃতি মিলেমিশে আছে। সমাজতন্ত্রের প্রতি দৃঢ় বিশ্বাস, সাম্যবাদের ওপর আস্থা তাঁর ব্যক্তিগত

জীবনকেও নিয়ন্ত্রিত করেছে। আমৃত্যু সে বিশ্বাস হারায়নি। 'রাজা আসে, রাজা বদলায়/ নীল জামা গায়ে, লাল জামা গায়/ এই রাজা আসে, ওই রাজা যায়/ জামা কাপড়ের রং বদলায়...দিন বদলায় না...।'

স্বাধীনতার পরবর্তী বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে ও বাংলা কবিতায় 'রাজা আসে যায়' কবিতাটি একটা মিথ। রাজনৈতিক ভন্ডামির এক উপলক্ষ প্রকাশ। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় চল্লিশ দশকের বিশিষ্ট কবি। তিনি নিজের লেখার প্রেরণার বিষয়ে নিজেই লিখেছেন, 'আমি নিজের কবিতাকে যত বুঝি, আমার কবিতার শিকড় রয়েছে অন্যখানে। সেখানে আজও যাঁরা জলসিঞ্চন করছেন তাঁরা সবাই দলছুট একক কবি- যেমন জীবনানন্দ, তারপর নজরুল এবং রবীন্দ্রনাথ।' তাই বাংলা কবিতার সেই আবাহমান ধারায় নিজের শেকড় প্রোমিত করেছিলেন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। 

কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় সর্ব অর্থে প্রতিষ্ঠিত বিরোধী লেখক ছিলেন। তাঁর সমস্ত লেখালেখি  ছিল অবাণিজ্যিক ছোট কাগজ। ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে

লড়াই করতে করতে তিনি লিখে গেছেন- 'এ লড়াই মৃত্যুর সঙ্গে মানুষের/ আর হারজিত দুটো কথাই যখন অভিধানে রয়েছে/ বিনা যুদ্ধে কেউ কাউকে মাটি ছেড়ে দেবে না....।' (চলবে) তথ্যঋণ/ রবীন বসু


Follow us on :