২৬ এপ্রিল, ২০২৪

Savegreen: হারানো সবুজ ও শৈশব
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-19 12:20:38   Share:   

সৌমেন সুর: আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে শিক্ষা ও সভ্যতা নিয়ে আমরা বড়াই করি। শিক্ষা ও সভ্যতার প্রকৃত অর্থ অনুধাবন করার ক্ষমতা যদি মানুষের থাকতো, তাহলে প্রকৃতি ও মানুষের এরকম বিপর্যয় ঘটতো না। আজ অসহায় মানুষ ভুলে গিয়েছে বেঁচে থাকার মূল সত্য। যেদিন শোষিত বঞ্চিত মানুষ উপলব্ধি করবে- বেঁচে থাকার প্রকৃত মূল্য কি! সেদিন হবে অন্যায়ের অবসান।

নব প্রজন্মের কথা আমরা কি কখনো তলিয়ে দেখেছি? একটি শিশুর শিক্ষক যে এই প্রকৃতি, যাকে কেন্দ্র করেই শিশুরা বেড়ে ওঠে। মাঠ নেই, পুকুর নেই, জলা নেই- ভালোবাসাহীন এক কৃত্রিম সমাজ। এ দায়ভার, নিতে হবে আমাদের সকলকেই। এখনো সময় আছে, সবুজ গাছ, মাঠ, পুকুর (যতটুকু আছে) তাকে রক্ষা করা। এবং শিশুকে বহির্মুখী না করে সুষম স্বাস্থ্য ও মনোবিকাশের দিকে নজর দেওয়া।

আজ আকাশ দেখতে হলে ঘাড় তুলে দেখতে হয়। হাইরাইজ় বিল্ডিং সারি সারি। খেলার জন্য মাঠ ছিল, পুকুর ছিল, জলা জমি ছিল- হায়রে লোভ!! লোভাতুর মানুষের গ্রাসে উধাও হয়ে গিয়েছে সবুজ প্রকৃতি। শিশুদের মুখের দিকে তাকালে অসহায় মুখে শুধুই হাহাকার। তাই বোধনের মঙ্গল মন্ত্র যত শীঘ্র হোক আনতেই হবে, নইলে ধ্বংস অনিবার্য।


Follow us on :