১৩ মে, ২০২৪

Storm: 'গাড়িতে করে নাথুলার দিকে যাচ্ছিলাম...', প্রত্যক্ষদর্শীর মুখে সিকিম ধসের চিত্র
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-04 22:11:37   Share:   

মণি ভট্টাচার্য: 'দেখলাম হঠাৎ করে উপর থেকে একটা বরফের ঝড় এলো, মুহূর্তে সব শেষ।' ফোনে এ কথা বলতে বলতে কেঁদে ফেললেন শিলিগুড়ির বাসিন্দা রঞ্জিতাদেবী। তুষার ঝড়ে চাপা পড়েছিলেন তিনিও। বিপর্যয় মোকাবিলা দল তাকে এসটিএনএম হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত হয়ে, বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি। 

ওই একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পাপাই সরকার নামে শিলিগুড়ির এক যুবক। যিনি তুষার ঝড়ের মধ্যে পড়ে আহত হয়েছিলেন। যাকে বিপর্যয় মোকাবিলা দলই ওই হাসপাতালে ভর্তি করেছেন। এদিন তিনি বলেন, 'আমরা গাড়িতে করে নাথুলার দিকে যাচ্ছিলাম, হঠাৎ তুষার ঝড় এসে সব লন্ডভন্ড করে দিল। আমার সঙ্গে আমার বাদবাকি সহযাত্রীরা তারাও আহত।'

সিকিম পুলিস সূত্রের খবর, মঙ্গলবার আহতদের নিয়ে এসটিএনএম হাসপাতালে ভর্তি করে বিপর্যয় মোকাবিলা দল। মোট ১৩ জন আহতদের মধ্যে প্রাথমিক চিকিৎসার পর নয় জনকে ছেড়ে দেওয়া হয়েছে। আর চার জন চিকিৎসাধীন বলে পূর্ব সিকিম পুলিস সূত্রে খবর। যাঁদের মধ্যে দুজন নেপাল এবং দু'জন শিলিগুড়ির বাসিন্দা। আহতদের জন্য ট্রমা কেয়ার সেন্টারের ব্যবস্থা করে, মানসিক স্বাস্থ্যের চিকিৎসা চলবে বলে পুলিস জানিয়েছে।

দেখুন মৃত এবং আহতদের এক্সক্লুসিভ তালিকা: 


সিএন-ডিজিটালের পক্ষে পূর্ব সিকিমের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, 'তুষার ঝড়ে ধসে যায় নাথুলা যাওয়ার একটি রাস্তা। ১৩ মাইল নামক এলাকায় মঙ্গলবার দুপুর ১২টা ৩৫ নাগাদ একটি তুষার ঝড় হয়। স্থানীয়রাও উদ্ধার কার্যে হাত লাগিয়েছেন।' সিএন-ডিজিটালকে পূর্ব সিকিমের পুলিস সুপার তেনজিং লেপচা বলেন, 'এখনও অবধি এই দুর্ঘটনায় ৭ জন মারা গিয়েছে এবং এখনও অবধি বিপর্যয় মোকাবিলা দল ১৩ জনকে উদ্ধার করে এসটিএনএম হাসপাতালে ভর্তি করেছেন।' মঙ্গলবার তিনি আরও বলেন, 'এই দুর্ঘটনায় কলকাতার প্রীতম মাইতি নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এবং সৌরভ চৌধুরী নামক এক যুবকের মৃত্যু হয়েছে যিনি শিলিগুড়ির বাসিন্দা।'

মঙ্গলবার পূর্ব সিকিমের জেলা পুলিস প্রশাসনের অতিরিক্তি পুলিস সুপার সোনম দেচু বলেন, 'পশ্চিমবঙ্গের দুজন ছাড়াও ২ জন উত্তর প্রদেশের এবং ৩ জন নেপালের বাসিন্দা মারা গিয়েছেন। অর্থাৎ ৩ জন মহিলা, একটি ৫ বছরের শিশু ও ৪ জন পুরুষ পর্যটক মারা গিয়েছেন।'


Follow us on :