১৫ মে, ২০২৪

Renaissance: এ অন্ধকার দশা কাটতে 'নবজাগরণ' প্রয়োজন!
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-04 14:14:28   Share:   

সৌমেন সুর: বর্তমানে বেশিরভাগ ছাত্রছাত্রী (Students) দেখা যায়, মাস্টার্স (MA) ডিগ্রী অর্জন করে বসে আছে, তারা চাকরির চেষ্টা হন্যে হয়ে ঘুরছে। কিন্তু চাকরির (JOB) যা বাজার! কার কখন চাকরি হবে এ ব্যাপারটা একমাত্র ভগবানই বলতে পারেন। পড়াশোনা জীবনের একটা অঙ্গ। যে যত পড়বে তার তত অভ্যন্তরীণ ও বাহ্যিক জ্ঞান বাড়বে। কিন্তু বর্তমানে পড়াশোনাওয়ালা ছেলেমেয়েদের সমাজে কোন দাম নেই। বিশেষ করে গরীব ঘরের হলে তো কথাই নেই। মেরিটোরিয়াস বা স্টুডিয়াস কোনও ছেলে বা মেয়ের পাশের বাড়িটা যদি বিশাল অট্টালিকা হয়, সমাজে তার বেশি কদর। কারণ তার অর্থ আছে। বর্তমান সমাজে অর্থ আছে যার, সম্মান আছে তার। কোন স্টার পাওয়া, লেটার পাওয়া মানুষের কোনও দাম নেই।

ছেলেবেলায় পড়েছি বা শুনেছি সমাজে সুস্থ সুন্দর জীবনযাপন সম্মানের সঙ্গে করতে গেলে, তাকে অবশ্যই পড়াশোনায় দারুন হতে হবে। বর্তমানে এসব কথার কোনও মূল্য নেই। কারণ একগাদা ডিগ্রী নিয়ে বছরের পর বছর তারা বেকার। এক নিঃসীম অন্ধকার যেন গ্রাস করে আছে তাদের মুখশ্রীকে। শুধু আমাদের রাজ্য বলে নয়, সব রাজ্যেরই এক কথা। শিক্ষা নেই যার পোড়া কপাল তার। কিন্তু এখন হয়ে গেছে উল্টো, অশিক্ষায় আছেন যিনি, কৃপাহি কেবলম্ পাচ্ছেন তিনি। দেশটা কি ছিল আর কোথায় তলিয়ে যাচ্ছে, এখনই যদি আমূল সংস্কার না করা হয় তাহলে দেশের ভাগ্যে অন্ধকারের মুড়ো ঝাঁটা।


Follow us on :