২৬ এপ্রিল, ২০২৪

Match: কঠিন পরীক্ষার সামনে জার্মান, জিতলেই শেষ ষোলোয় স্পেন।
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-27 16:46:52   Share:   

সোমবার মধ্যরাতে মরণ বাঁচন ম্যাচে (QatarWorldCup2022) নামবে জার্মানি। পরিসংখ্যান অনুযায়ী এগিয়ে থেকেই নামবে স্পেন (Germany versus Spain)। প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ৭ গোলে জয় মানসিক ভাবে চাঙ্গা রেখেছে লুইস এনরিকের ছেলেদের। প্রথম ম্যাচেই (World Cup 2022) পাসিং ফুটবল ফুল মার্কস পেয়ে পাশ করেছে। জার্মানির বিরুদ্ধে মাঠে নামার আগেই অনুশীলনে মূলত ম্যান মার্কিংয়ের উপর বেশি জোর দিলেন আসেনসিও, তোরেসরা। যে কোনো প্রকারে জার্মানি বধ করেই শেষ ১৬ নিশ্চিত করতে চাইছে স্পেন। শেষ সাক্ষাতে স্পেন জার্মানির বিপক্ষে ৬-০ জয় পেয়েছে।

তার পুনরাবৃত্তিই কি হবে আল বায়েট স্টেডিয়ামে, সেটা সময় বলবে। তবে লড়াই যে একপেশে হবে না বোঝা গেলো জার্মানদের শরীরী ভাষায়। প্রথম ম্যাচে হয়ত জাপানের কাছে পরাজিত হতে হয়েছে কিন্তু স্পেনকে আটকাতে ঘুটি সাজিয়ে ফেলেছেন মুলারদের হেড স্যার। মাঝমাঠে শক্তি বাড়িয়ে আজ নামতে পারে বালাকের দেশ। পাওলো দিবালাদের অনুশীলনে  আজ ওয়ান টাচ ফুটবলের উপর জোর দিয়েছিলেন ম্যানেজার ফ্লিক। তিন কাঠির নিচে সেই বিশ্বস্ত ম্যানুয়াল ন্যুয়ারের উপর আস্থা থাকছে আপামর জার্মানদের। ফলে এক হাড্ডাহাড্ডি ম্যাচ দেখতে পাবে ফুটবল বিশ্ব এমনটা হলফ করে বলছেন আন্তর্জাতিক ফুটবল বিশেষজ্ঞরা।


Follow us on :