২৭ এপ্রিল, ২০২৪

FIFA: আফ্রিকা চ্যাম্পিয়ন সেনেগালের মুখোমুখি নেদারল্যান্ড, দৌড়ে কে এগিয়ে
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-21 17:06:05   Share:   

আজকের খেলা: সেনেগাল বনাম নেদারল্যান্ডস রাত সাড়ে ৯টা (ভারতীয় সময়)

আর্জেন রবেন, ভ্যানপার্সিদের বিদায়ের পর অনিশ্চয়তার মুখে ছিল ডাচ ফুটবলের ভবিষ্যত। ২০১৮-র বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্যন্ত করতে পারেনি নেদারল্যান্ডস (Netherland)। তবে তারুণ্যের উপর ভর করে বিশ্বকাপের (Qatar World Cup 2022) মঞ্চে আবার কমলা ব্রিগেডের গতি। অপরদিকে, চোটের জন্য সাদিও মানের বিদায় বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা দিয়েছে সেনেগালকে (Senegal)। সোমবার রাতে গ্রুপ-এ-র ম্যাচে মুখোমুখি নেদারল্যান্ডস-সেনেগাল। বিশ্বকাপে ডাচদের গতিময় ফুটবলের ঐতিহ্য রয়েছে। তার মধ্যে কোচ লুইস ভ্যান গালের এটাই কোচ হিসাবে সম্ভবত শেষ বিশ্বকাপ। তাই ২০১৮-র ক্ষত ভুলে এই বিশ্বকাপে বিশেষ কিছু করে দেখাতে মরিয়া ভ্যান গাল।

উল্টোদিকে আফ্রিকা ন্যাশন কাপ চ্যাম্পিয়ন সেনেগালের কাছে শেষ ষোলোয় যাওয়ার ভালো সুযোগ রয়েছে। কারণ তাদের গ্রুপে নেদারল্যান্ডস ছাড়া রয়েছে ইকুয়েডর আর কাতার। ২০০২ বিশ্বকাপে চমক দেখিয়ে শেষ আটে পৌঁছয় সেনেগাল। কিন্তু রাশিয়া বিশ্বকাপে গ্রুপ স্টেজই পার করতে পারেনি তারা। তাই সাদিও মানে না থাকলেও বোউলাই দিয়া আর ইসমাইল সারের গোল স্কোরিং ক্ষমতার উপর ভরসা করছে সেনেগাল।অপরদিকে, নেদারল্যান্ডসের মিমপিস ডিপে, মার্টিন-দি-রোন, ডেনজিল ডামফ্রাইস চোটের জন্য প্রথম ম্যাচে নামতে পারবেন না। তবে ৩-৪-১-২ এর আক্রমণাত্মক স্ট্র্যাটেজি নিয়ে প্রস্তুত ভ্যান গাল। আর এদিকে লায়ন্সদের মানের মতো তারকা না থাকলেও ৪-৩-৩ এর আক্রমনাত্মক ছক সাজাচ্ছে সেনেগালও।


Follow us on :