২৬ এপ্রিল, ২০২৪

Suvendu: 'শুভেন্দু-বিনয় কথা' অভিষেকের দাবির পাল্টা চ্যালেঞ্জ, শুভেন্দু বললেন, 'অডিও সামনে আনুন'
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-03 20:07:51   Share:   

কয়লা-কাণ্ডে (Coal Smuggling) পলাতক অভিযুক্ত বিনয় মিশ্রের (Binay Mishra) সঙ্গে কথা হয়েছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary)। তাও আট মাস আগে, প্রয়োজনে সেই অডিও ক্লিপ আদালতে জমা দিতে পারি। শুক্রবার সিজিও (CGO Complex) থেকে বেড়িয়ে এই হুঙ্কার দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

শনিবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। রাজ্যের বিরোধী দলনেতা অভিষেকের উদ্দেশে বলেন, 'আপনি বলেছেন অডিও আছে। অডিও আপনি প্রকাশ করুন, আমার কোনও সমস্যা নেই। মাথা আমার উঁচু। আমি সিপিএম-কে উৎখাত করেছি। পিসি এবং আপনাকেও উৎখাত করব। আমি মেদিনীপুরের ছেলে। আমরা জানি কীভাবে লড়তে হয়, জানি সংগ্রাম কী? আপনাকে অডিও ক্লিপের সঙ্গে আমার মোবাইল নম্বর প্রকাশ করতে হবে। যদিও না পারেন তাহলে ধরে নেব সুদীপ্ত সেনের চিঠির মতো এটাও আপনি কাউকে দিয়ে গলা নকল করিয়ে বাজার গরম করতে তৈরি করে রেখেছেন।'

এদিকে, শুক্রবার প্রায় সাড়ে ৭ ঘণ্টার জিজ্ঞাসাবাদ সেরে সিজিও কমপ্লেক্স থেকে বেড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'এই যে কয়লা কেলেঙ্কারি বলছে, এটা আদতে হোম মিনিস্ট্রি কেলেঙ্কারি। প্রধান অভিযুক্ত একজন ফেরার হয়ে গিয়েছে। আট মাস আগে শুভেন্দু অধিকারী তাঁর সঙ্গে ফোনে কথা বলেছেন। আমি সেই ক্লিপ শুনেছি। শুভেন্দু অধিকারী তাঁকে বলেছে তোমার কেস আমি দেখে নেব। ক্ষমতা থাকলে শুভেন্দু অধিকারী আমার বিরুদ্ধে মামলা করুক। সেই ক্লিপ আমি কোর্টে বিচারপতির সামনে জমা করব।'

ঠিক কী বলেছেন অভিষেক, পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর শুনুন:  


Follow us on :