২৬ এপ্রিল, ২০২৪

TMCP: 'আমাকে, অভিষেককে চোর বলা হচ্ছে, সবাই চোর, আর তোমরা সাধু', চড়া সুর মমতার
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-29 14:03:12   Share:   

মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) সমাবেশ থেকে আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata)। সোমবার শুরু থেকেই সুর চড়া ছিল মুখ্যমন্ত্রীর। তাঁর মন্তব্য, 'তৃণমূলকে বদনাম করার চেষ্টা চলছে। আমরাও লিস্ট করে রাখছি কারা বদনাম করার চেষ্টা করছি। বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে। রাজনীতি না করলে জিভ ছিঁড়ে নিতে বলতাম।' তাঁর সরকারের আমলে চাকরির নিয়োগে দুর্নীতির অভিযোগে সরব বিরোধী দলগুলো (BJP-CPM)। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 'বাম আমলে টাকা দিয়ে চাকরি দেওয়া হতো। বাম আমলের সেই তালিকা কোথায়? এদিকে ইডি-সিবিআইকে দিয়ে বাড়ি বাড়ি গিয়ে টাকা লুঠ করা হচ্ছে। জনগণের টাকা লুঠ চলছে।'

তাঁর অভিযোগ, 'বিজেপি বিদেশে টাকা পাচার করছে। পার্থ চট্টোপাধ্যায় চোর হলে আইন বিচার করবে। কিন্তু মনে রাখবেন অনুব্রত চোর, মমতা চোর, ববি চোর, অভিষেক চোর, রেড রোড চোর, মেয়ো রোডও চোর। আর তোমরা সব সাধু। এসব চলবে না।'

মুখ্যমন্ত্রী কটাক্ষের সুরে মন্তব্য, 'আমার সম্পত্তি বেড়েছে, এই সংক্রান্ত মামলা আন্তর্জাতিক কোর্টে হওয়া উচিৎ। এখানে বিজেপি শিখিয়ে দেবে। আমি আমার মুখ্যমন্ত্রীর বেতন, প্রাক্তন সাংসদ-মন্ত্রী হিসেবে পেনশন নিই না। সেই ১০-১২ বছর ধরে চলছে। বাইরে একটা চা খেলেও নিজের পয়সায় খাই। ৯১ সালের পর থেকে বিমানে কোনওদিন ইকোনমিক ক্লাসে চড়ি না। আমি বই বিক্রি করলেও ওদের জ্বালা। শুভা দা ছবি আঁকলেও ওদের জ্বালা।' 

ব্রাত্য কেন আমাকে পুরস্কার দিল? তা নিয়েও সমালোচনা। অতীতে কত পুরস্কার আমি ছেড়ে দিয়েছি। এতো কাজের মধ্যেও এক হাজার-দু'হাজার পাতার বই লিখুন। এভাবেই বিরোধী শিবিরের সমালোচনার জবাব এদিন মেয়ো রোডে দিলেন মুখ্যমন্ত্রী।

সুর আরও ছড়িয়ে তিনি জানান, আমি রাজনীতি করতে এসেছি, সমাজসেবা করব বলে। সিপিএম ৩৪ বছরে ৩৪ বছরই দুর্নীতি করে খেয়েছ। বিজেপির আট বছরে শুধু জিএসটি, চাকরি নেই। আর মানুষের টাকা দিয়ে নিজের ভাণ্ডার বাড়াচ্ছ। আর সেই টাকা দিয়ে মহারাষ্ট্রে সরকার ভাঙছ? ঝাড়খণ্ডে সরকার ভাঙার চেষ্টা করছো? এতে কত টাকার লেনদেন? এই দুর্নীতির সিবিআই-ইডি হবে না কেন?

আর কী বললেন তিনি?


আমাদের অফিসারদের দিল্লিতে ডাকলে, আপনাদের অফিসারকে ডাকা হবে

ববি, অরূপ, অভিষেক, চন্দ্রিমা এমনকি আমাকেও আটকে রাখো, তারপর দেখো কী হয় 

সাধারণ মানুষ সংবাদ মাধ্যমের কথায় কান দেবেন না

ববিকে গ্রেফতার করলে বুঝবেন সব সাজানো, আমি রাজনীতি করি মানুষের জন্য

আমি চুরি ডাকাতি করার জন্য রাজনীতি করি না

দেশের মধ্যে তৃণমূল একমাত্র সাচ্চা এবং মানুষের পার্টি

বিজেপিকে সরানো আমার লড়াই, বাংলাকে বাঁচানো আমার প্রথম লড়াই

২০২৪-এ আমরা দিল্লি থেকে বিজেপিকে সরাবো 

আমাদের চমকালে আমরা গর্জাই, গর্জালে বর্ষাই



Follow us on :