১৫ মে, ২০২৪

Sougata: 'এক কিশোর মাদকাসক্ত ছিল', বাগুইআটি জোড়া খুনে বেফাঁস মন্তব্য সৌগত রায়ের
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-12 12:54:05   Share:   

বাগুইআটি-কাণ্ডে (Baguiati Murder Case) নিহত দুই ছাত্রের মধ্যে একজনের মাদকের নেশা ছিল। রবিবার এক দলীয় সভার এই বেফাঁস মন্তব্য করে বসলেন সাংসদ সৌগত রায় (Sougata Ray)। তিনি বলেন, 'এই ক'দিন আগে যে দু'জন খুন হয়েছে, তাঁদের বাড়ি গিয়েছিলাম। বাবা-মা দুঃখ করছিলেন। অপরাধীদের ধরা হয়েছে। সাজা নিশ্চয় পাবে। আমি শুনলাম দু'জনের মধ্যে অন্তত একজনের ড্রাগসের (Drug Addict) নেশা ছিল। ১৬ বছরের বাচ্চা ছেলে এন-১০ বলে একটা ট্যাবলেট খেত। ৫০ হাজার টাকা একটা মোটর বাইক কেনার জন্য কোথা থেকে পেল? ছেলেরা ভুল পথে যাচ্ছে।'

যদিও তদন্তের আগে এহেন কথা কীভাবে একজন জন প্রতিনিধি বলছেন? এই নিয়ে প্রশ্ন উঠছে। এই প্রসঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'কপিবুক মন্তব্য। যেভাবে মুখ্যমন্ত্রী হাঁসখালি-কাণ্ডে মন্তব্য করেছিলেন, সেভাবেই মুখ্যমন্ত্রীকে খুশি করলেন সৌগত রায়। উনি নিজে কেমন? কারণ নিজের ক্যারেক্টার সার্টিফিকেট নিজেকে দেওয়া যায় না।'

কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য জানান, সব ব্যাপারে সৌগত রায়ের মন্তব্যের কী আছে? যারা তদন্ত করছেন, তাঁরা বুঝবেন। সৌগত রায় একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব মুখ খোলার কী আছে।'

একধাপ এগিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ জানান, বোঝা যাচ্ছে সৌগত রায়ের বাহাত্তর পেরিয়েছে, এবার একটু রাঁচি থেকে ঘুরে আসুন।


Follow us on :