০২ মে, ২০২৪

Suvendu: 'মমতা কতবার বনধ ডেকেছে-গাড়ি পুড়িয়েছেন সবাই জানে', পাল্টা শুভেন্দু
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-02 18:20:36   Share:   

নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী (CM Mamata) দাবি করেছেন, তৃণমূল (TMC) যখন রাজ্যে বিরোধী শক্তি ছিল, তখন কোনও ধ্বংসাত্মক কাজ করেনি। সোমবার তৃণমূল সুপ্রিমোর এই দাবিকে কটাক্ষের সুরে বিঁধেছেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) বলেন, 'উনি কতবার বনধ ডেকেছে, গাড়ি পুড়িয়েছেন সবাই জানে। হাটবারে, হাটবারে কী করতেন সবাই জানেন। উনি কিছু করেননি সিএ আর নূপুর শর্মা নিয়ে গাড়ি জ্বালিয়েছেন। সিএএ নিয়ে হাজার দুয়ারি ট্রেন পুড়িয়েছে কে? নবান্নের পাশে বাস পুড়িয়েছে, উনি বসে বসে দেখেছেন।'

এদিন তিনি পঞ্চায়েতের আগে তৃণমূলের গৃহীত কর্মসূচিকে খোঁচা দিয়েছেন। তিনি জানান, 'এটা আই ওয়াশ। দিদিকে বলোর মতো নাটক। প্রতি ভোটের আগে এটা নাটক। দিদিকে বলো করে মাথায় টুপি পরে ভোট নিয়েছে বিধানসভায়। আবাস যোজনার ক্ষোভ নিয়ে মানুষ রাস্তায়, তাই এটা আই ওয়াশ।' 

পাশাপাশি এদিন ভগবানপুরে বিজেপির কর্মিসম্মেলন থেকে রাজ্য থেকে 'তোলামূল পার্টি'কে উৎখাতের ডাক দেন রাজ্যের বিরোধী দলনেতা। ঘুষহীন মেধার ভিত্তিতে নিয়োগ, বাংলায় এই প্রক্রিয়ার প্রয়োজনীয়তা আছে। কাটমানি মুক্ত নাগরিক পরিষেবা, একশো দিনের কাজ আপনাদের অধিকার। পিএম কিষাণ নিধি সম্মান প্রকল্প বাংলায় চালু করতে হবে এই তিন দাবির উপর ভিত্তি করে বাংলা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দেন বিরোধী দলনেতা।


Follow us on :