২৬ এপ্রিল, ২০২৪

BJP: বঙ্গ বিজেপির পাশে কেন্দ্রীয় নেতৃত্ব, পুলিসি অত্যাচারের বিরুদ্ধে সরব রবিশঙ্কর
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-14 15:05:23   Share:   

মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান (Nabanna Abhijan) নিয়ে রাজ্য নেতৃত্বের (Bengal BJP) পাশে দাঁড়াল কেন্দ্রীয় নেতৃত্ব। বুধবার রীতিমতো সাংবাদিক বৈঠক করে মমতা সরকার (TMC Government) এবং পুলিসের ভূমিকার সমালোচনা করেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ (Ravishankar Prasad)। তিনি বলেন, 'তৃণমূল এখন মূল থেকে আলাদা হয়ে গিয়েছে। মাটি থেকে লড়াই করে উঠে আসা মমতা বন্দ্যোপাধ্যায় বদলে গিয়েছেন। সিপিএম-র আমল থেকেও তৃণমূল সরকারের আমলে বেড়েছে অত্যাচার, নাগরিক অধিকার হনন। বিজেপি কর্মী-সমর্থকদের উপর যত আক্রমণ হবে, সরকার বিরোধী আন্দোলন ততবেশি জোরদার হবে।'

তিনি জানান, বঙ্গ বিজেপির প্রায় হাজার খানেক কর্মী-সমর্থক আহত হয়েছেন। ৪০০ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এখনও অনেকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। পুলিসি অত্যাচারের শিকার বিজেপির নেতা-সাংসদরা। যে রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী, সেই রাজ্য এই পুলিসি বর্বরতা নিন্দাজনক। রাজ্যের বিরোধী দলনেতাকে মহিলা পুলিস দিয়ে আটকের চেষ্টা আর প্রাক্তন ডেপুটি মেয়র পুলিসের লাঠির ঘায়ে আহত। 

তাঁর খোঁচা, 'মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এসে গণতন্ত্র বাঁচাও স্লোগান তোলেন আর নিজের রাজ্যে ফিরে গিয়ে গণতন্ত্র নষ্ট করছে রাজ্য মেশিনারিকে ব্যবহার করেন। আমাদের মহিলা কর্মী, সাংসদ, কেন্দ্রীয় সহসভাপতি; এঁদের সঙ্গে কী হয়েছে সব সংবাদ মাধ্যমে এসেছে।' 

মুখ্যমন্ত্রীর প্রতি রবিশঙ্কর প্রসাদের বার্তা,'যে বা যারা এভাবে পুলিসকে ব্যবহার করে অত্যাচার করে বিরোধী, নাগরিকদের কণ্ঠরোধ করে, মানুষ তাঁদের জবাব দিয়ে দেয়। তার সবচেয়ে বড় উদাহরণ ইন্দিরা গান্ধী।' 

এদিকে, এদিনই একটি ট্যুইট করে বিজেপি কর্মী-সমর্থকদের উপর পুলিসি নির্যাতনের অভিযোগে সরব হয়েছেন সহ-পর্যবেক্ষক অমিত মালব্য। লালবাজার অভিযানের একটি ভিডিও শেয়ার করে অমিত মালব্য লেখেন, 'শান্তিপূর্ণ প্রতিবাদীদের উপর পাথর বৃষ্টি কি পুলিস ম্যানুয়ালের এসওপি-র মধ্যে পড়ছে? সেটাই মঙ্গলবার করেছে বাংলার পুলিস। একাধিক বিজেপি কর্মী আহত হয়েছেন। একটা পেশাদার বাহিনী এবং জিহাদিদের মধ্যে কি পার্থক্য থাকা উচিৎ নয়?'


Follow us on :