১৪ মে, ২০২৪

CN: 'টিএমসি-তে যাইনি, আমি বিজেপির এমএলএ', এক্সক্লুসিভ জানালেন মুকুল
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-18 21:45:22   Share:   

তৃণমূলের (TMC) সঙ্গে কোনও সম্পর্ক নেই। আমি বিজেপিরই (BJP) লোক। কোনওদিন তৃণমূলে যাইনি। আমি অপহৃত নই, স্বেচ্ছায় দিল্লিতে। আমি বিজেপিতে যোগদান কেন করবো, আমি তো বিজেপির সদস্য। সিএন-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অবশেষে এভাবেই নীরবতা ভাঙলেন মুকুল রায় (Mukul Ray)। তিনি জানান, 'কোনও অপহরণের অভিযোগ এক্ষেত্রে সঠিক নয়। বিজেপির হয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে মাঠে নামতে চান।' মুকুল জানান, 'শরীর খারাপ ছিল মাঝখানে অসুস্থ ছিলাম। বিজেপি আমাকে কর্মসূচি দিলেই উপস্থিত থাকবো। কোনওদিন তৃণমূলে যাইনি, যাবো না। আমি বিজেপিতে আছি এবং বিজেপির বিধায়ক। আমার সঙ্গে অমিত শাহর কথা হয়েছে।'

তৃণমূলে যোগদান ঘটনাচক্রে হয়েছিল। মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ ছিলাম। মানসিক স্থিতি ঠিক ছিল না, তাই তৃণমূলে যোগ দিয়েছিলাম। এই মন্তব্য এদিন সিএন-কে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানান মুকুল রায়। এদিকে, মুকুল রায় নিখোঁজ, এই খবরে মঙ্গলবার সকাল থেকেই সরগরম বঙ্গ রাজনীতি। এদিন সকালে রীতিমতো সাংবাদিক বৈঠক করে বাবার নিখোঁজ হওয়া প্রসঙ্গ প্রকাশ্যে আনেন শুভ্রাংশু রায়। যদিও দিল্লি বিমান বন্দরে কৃষ্ণনগর উত্তরের বিধায়কের একটি সিসিটিভি ফুটেজ মুকুল-পুত্রের দাবিকে কিছুটা লঘু করে। তারপরেও শুভ্রাংশু রায়ের অভিযোগের ভিত্তিতে দিল্লি রওয়ানা দেয় বিধান নগর কমিশনারেটের একটি দল। এই বিষয়ে প্রতিবেদন লেখা অবধি মুকুল পুত্র শুভ্রাংশুকে সিএন-র তরফে যোগাযোগ করার চেষ্টা করা হলে যোগাযোগ করা যায়নি।


Follow us on :