০২ মে, ২০২৪

Boby: সুকান্তর 'হাকিম' হুঁশিয়ারি, ফিরহাদ বলেন, 'আমার জেলে যেতে ভয় নেই, সম্মানহানিকে ভয়'
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-26 20:13:05   Share:   

সুকান্ত মজুমদার বৃহস্পতিবার মুর্শিদাবাদের দলীয় সভা থেকে 'হাকিম সাহেব' প্রসঙ্গ উত্থাপন করেন। বিজেপির গৃহীত 'চোর ধরো, জেল ভরো' কর্মসূচিতে তিনি বলেন, 'তৃণমূলের একজন হাকিম সাহেব আছেন, তাঁরও সময় এসেছে ভিতরে (পড়ুন জেলে) ঢোকার।' বঙ্গ বিজেপির সভাপতির এই মন্তব্য ঘিরে তুঙ্গে শাসক-বিরোধী তরজা। শুক্রবার সুকান্ত মজুমদারের মন্তব্যের জবাব দেন ফিরহাদ হাকিম।

ঠিক কী বলেছেন সুকান্ত মজুমদার?

এদিন বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের এই মন্ত্রী বলেন, 'আমি সুকান্ত মজুমদারদের উদ্দেশ্য বলি, কোন মামলায় আমাকে ফাঁসানো হবে বলে দিন। মনে হচ্ছে লিস্ট আপনি করে দিচ্ছেন৷ কোন মামলায় ষড়যন্ত্রের শিকার হব বলে দিন। কোনও দিন যে কাজ অন্যায়, মানুষের চোখে অন্যায়, এমন কাজ করিনি। এত কুৎসা, অভিসন্ধি, আমার ওপরে এত রাগ কেন? এর কারণ বুঝতে পারছি না।' 

অভিমানের সুরে ফিরহাদ হাকিম বলেন, 'অনেক সাংবাদিক বন্ধু লিখে দিচ্ছেন আমার কাছে নোটিশ গিয়েছে। রেইড হচ্ছে কেন এত আনন্দ? মিডিয়া ট্রায়াল চলছে। কী এমন অন্যায় করলাম, যে সব সময় আমাকে হেনস্থা৷ ববি হাকিম তৃণমূল কংগ্রেস করে মানেই অসাধু। আর সুকান্তবাবুর দলে গেলেই সাধু।' 

তিনি প্রশ্ন করেন,'ভারতে আইন-সংবিধান-বিচার ব্যবস্থা আছে। সবার মানসম্মান আছে। এই কাজে আমার সম্মান নষ্ট হচ্ছে। সব অসাধু আমরা, আর আপনার দলে গেলে সাধু এটা হতে পারে না৷ সবাই ভয় পেয়ে গেছেন নাকি? তরোয়ালের কাছে পেন কি ভয় পেয়েছে? আমার জেলে যেতে ভয় লাগে না। মধ্যবিত্ত পরিবারে জন্মেছি, সম্মানহানি ভয় লাগে৷ আমাকে ঢুকিয়ে দিন। আসুন আপনি নিজে। আমাকে ঢুকিয়ে দিন। আপনিও কারও স্বামী, কারও বাবা। আমিও তাই। কেসের আগে কেন মিডিয়া ট্রায়াল, সোশ্যাল মিডিয়া ট্রায়াল হচ্ছে?'

ফিরহাদ হাকিম দাবি করেন,  'আমার একটা কেস হয়েছিল। আমি জেলে ছিলাম। আমি হাসপাতালে ছিলাম না। বিরোধী দলনেতা বলে দিয়েছেন সেই ব্যাপারে। আমি অসম্মানিত হতে চাই না।' 

শুনুন কী জবাব দিলেন ববি হাকিম?


Follow us on :