২৭ এপ্রিল, ২০২৪

Mamata: বাম আমলের নিয়োগ নিয়ে সরব মুখ্যমন্ত্রী, ফাইল খুঁজে বের করার নির্দেশ
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-30 17:58:58   Share:   

বৃহস্পতিবার ধরণা মঞ্চ থেকে মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) ফের সুর চড়িয়েছেন। ডিএ আন্দোলনকারীদের (Protest) উদ্দেশ্য করে তিনি আজ আবার বলেন চিরকুটে চাকরি পেয়েছে সব। বৃহস্পতিবার মমতা বন্দোপাধ্যায় বলেন, 'জনগনের টাকা নিয়ে পেন ডাউন করবে! নিজেদের ভালোর জন্য চুপ থাকুন, আগে তো বেতনই পেতেন না, এখন ১ তারিখে পেনশনও পান।' মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে কটাক্ষ করে, বৃহস্পতিবার বাম নেতা মহম্মদ সেলিম বলেন, 'সরকারি কর্মচারীরা নিজের যোগ্য দাবি করছে, ডিএ তাঁদের প্রাপ্য, সেই টাকা তৃণমূল চুরি করে নিয়েছে।' 

বৃহস্পতিবার মমতা হাইকোর্ট ও বিজেপিকে কটাক্ষ করে আরও বলেন, 'কথায় কথায় চাকরি বাতিল, কখনও ২ হাজার জনের চাকরি বাতিল, কখনও ৫ হাজার জন ছাটাই, এই ঝামেলায় আমরা নতুন নিয়োগও করতে পারছি না।' সে বিষয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, 'টাকা নিয়ে ভুয়ো উপায়ে চাকরি দিয়েছেন, তাদের দলের নেতা মন্ত্রীরা তো জেলে, ওনার মুখে এসব কথা মানায় না, উনি এসব বলছেন কারণ হাইকোর্টকে ভয় পেয়েছেন।' 

বৃহস্পতিবার মমতা বন্দোপাধ্যায়, বাম আমলের নিয়োগ সমন্ধে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেন, 'এখন বড় বড় কথা বলছেন, বাম আমলে নিয়োগের কাগজ আপনি খুঁজতে যান না, কোনো কিছুই খুঁজে পাবেন না, আমি সব দফতরকে বলেছি কাগজ খুঁজতে হবে, সব বুঝে নেব।' এ প্রসঙ্গে অবশ্য রাজ্যের বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'ওনার দম থাকলে মুখে না বলে আদালতে যান, সবই তো মিথ্যে এবং সাজানো বলছেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে আর কত মিথ্যে বলবেন!' 

মমতা বন্দোপাধ্যায় ভয় পেয়ে এমন বলছেন, এমনই দাবি সংগ্রামী যৌথ মঞ্চের এক আন্দোলনকারী শিক্ষকের। আন্দোলনকারী শিক্ষক বারাসতের বাসিন্দা, তিনি বলেন, 'একটা দুর্নীতিগ্রস্ত সরকার, সেই সরকারের মুখ্যমন্ত্রী হয়ে কর্মচারীদের অসম্মান করছেন, পদত্যাগ করুন।' 


Follow us on :