২৭ এপ্রিল, ২০২৪

CBI:'কোর্টের ভরসা আছে সিবিআইয়ের উপর', কেন্দ্রীয় সংস্থা নিয়ে কি ভোলবদল দিলীপের?
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-26 15:42:36   Share:   

সিবিআই (CBI Investigation) প্রসঙ্গে দিন দুয়েক আগে আক্রমণাত্মক মন্তব্যের পর একটু হলেও কি সুর নরম দিলীপ ঘোষের? প্রতিদিনের মতো শুক্রবারও প্রাতঃভ্রমণের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিজেপি সাংসদ (Dilip Ghosh)। তখনই সিবিআই তদন্ত নিয়ে কিছুটা সুর নরম তাঁর। এদিন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, 'ভরসা যখন ভাঙে, তখন প্রশ্ন ওঠে। কোর্ট যখন সিবিআইয়ের উপর ভরসা রেখেছে আমরা আশা করব দুর্নীতি নিয়ে যে চিন্তা তার কিছুটা সুরাহা হবে।'

পাশাপাশি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ওঠা হুমকি চিঠির অভিযোগের তদন্ত সিবিআই দিয়ে করাতে চান তৃণমূল নেতা। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'একটা ধোঁয়াশার তৈরি চেষ্টা চলছে। যেকোনও তদন্তে সিবিআই পাওয়া যায়।  এমন একটা ধারণা তৈরির চেষ্টা।'  পাশাপাশি এদিন তিনি প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্যের  বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হওয়ার প্রসঙ্গকে খোঁচা দেন।  তিনি বলেন, 'আরও অনেকে মিসিং হবেন। আরও অনেকে গায়েব হয়ে যাবেন। সিবিআই যত হাত বাড়াবে, তত পাড়ায় পাড়ায় গায়েব বাড়বে।' 


Follow us on :