ব্রেকিং নিউজ
CM-Mamata-claimed-Modi-Government-was-going-to-toppled-on-Wednesday-
CM Mamata: 'কাল তো কেন্দ্রে সরকার পড়ে যাচ্ছিল', হঠাৎ কেন এই দাবি মমতার?

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2023-02-02 19:24:52


'কাল তো প্রায় সরকার পড়ে যাচ্ছিল', বর্ধমানের সভা থেকে কেন্দ্রীয় সরকারকে এভাবেই কড়া আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঘটনাচক্রে হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকে গত কয়েক দিন ধরে নামছে আদানি গোষ্ঠীর শেয়ার দর। খানিকটা সেই প্রসঙ্গে এভাবে পরোক্ষে খোঁচা মুখ্যমন্ত্রীর।  

এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার বর্ধমানের সভায় ওই মন্তব্য করেন মমতা। অবশ্য কোন গোষ্ঠীর নাম উচ্চারণ করেননি মুখ্যমন্ত্রী। সভায় তিনি গ্যাসের দামের কথা টেনে বলেন,'গ্যাসের দাম বাড়ালো চার-পাঁচশো টাকা, কমালো চার টাকা। জানেন ওই চারেই হবে ওদের হার, এক দুই তিন চার বিজেপির হবে হার। কাল তো প্রায় সরকার পড়ে যাচ্ছিল। কেন পড়ে যাচ্ছিল? শেয়ার বাজারে ধস নেমেছিল। ৬-৮ জনকে ফোনে রিকোয়েস্ট করেছে, কাউকে ২০ হাজার কোটি টাকা দাও। কাউকে বলেছে ৩০ হাজার কোটি টাকা দাও। কাউকে বলেছে ১০ হাজার কোটি টাকা দাও। এই দিয়ে সরকার চলে যদি পরিকল্পনা না থাকে?"

মুখ্যমন্ত্রীর এহেন দাবিকে নস্যাৎ করেছে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, 'উনার (পড়ুন মুখ্যমন্ত্রী) কথা কেউ বিশ্বাস করেন না। অসমাপিকা ক্রিয়ার মতো কথা বললে হবে না। সরকার পড়ে যাচ্ছিল, কোন নথি বা তথ্যের ভিত্তিতে একথা বলা হচ্ছে?'







All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন