১০ মে, ২০২৪

Rozgar Mela: রোজগার মেলায় ৭১ হাজার জনের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী মোদী
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-16 12:47:57   Share:   

দেশের যুব তরুণদের কর্মসংস্থান দিতে কেন্দ্র সরকারের এক বড় পদক্ষেপ হল রোজগার মেলা (Rozgar Mela)। ১৬ মে,মঙ্গলবার ফের রোজগার মেলা অনুষ্ঠানের মাধ্যমে ৭১ হাজার চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আজ, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন ও বক্তৃতা রাখলেন। দেশের মোট ৪৫ টি জায়গায় রোজগার মেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

২০২২ সালে কেন্দ্র সরকারের তরফে এই রোজগার মেলার উদ্যোগ নেওয়া হয়েছিল। এরপর ধাপে ধাপে দেশের যোগ্য ছেলে-মেয়েদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছে। দেশের ছেলে-মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে ও তাঁদের কর্মসংস্থানের জন্য নরেন্দ্র মোদী এই রোজগার মেলার উদ্বোধন করেছিলেন। তাঁর প্রতিশ্রুতি মতই চাকরিপ্রার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে নিয়োগপত্র। আর এবারে ৭১ হাজার পুরুষ-নারীদের হাতে এই নিয়োগপত্র তুলে দেওয়া হল। এই নিয়ে মোট ৫ বার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে যে, এই উদ্যোগকে সমর্থন করে, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিভিন্ন বিভাগগুলিতে নিয়োগ করা হচ্ছে।


Follow us on :