১০ মে, ২০২৪

Notice: লিখিত ভাবে ক্ষমা চাইতে হবে, রাজ্যপাল বোসকে আইনি নোটিস ওমপ্রকাশের
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-19 14:27:28   Share:   

রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আইনি নোটিস পাঠালেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র। রাজ্যপালকে সাত দিনের মধ্যে লিখিত ভাবে ক্ষমা চাইতে বলেছেন তিনি। অন্যথায় করা হবে আইনি পদক্ষেপ।

সূত্রের খবর, ওমপ্রকাশের আইনজীবীর পাঠানো ওই নোটিসে বলা হয়েছে, গত ১ জুলাই রাত ১১টা ৫০ মিনিটে এক জনের কাছ থেকে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ মারফত জানতে পারেন, তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। সেই তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়।

ওমপ্রকাশের আইনজীবীর পাঠানো নোটিশে বলা হয়েছে, এই অভিযোগ মিথ্যা। এতে ওমপ্রকাশের সম্মানহানি হয়েছে। তাই রাজ্যপালকে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশের বিরুদ্ধে জমি হস্তান্তরে দুর্নীতি, শিক্ষক ও কর্মীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে বেনিয়ম-সহ একাধিক অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। তদন্ত করবেন বর্তমান উপাচার্য রথীন বন্দ্যোপাধ্যায়।


Follow us on :