১৫ মে, ২০২৪

Heat wave: উত্তরপ্রদেশে তীব্র গরমে বাড়ছে মৃত্যুর সংখ্যা, ৪০০ জন ভর্তি হাসপাতালে
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-18 14:33:05   Share:   

তীব্র গরমে নাজেহাল উত্তর প্রদেশ। তীব্র গরমে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গরমে শারীরিকভাবে অসুস্থ হয়ে শতাধিক মানুষ ভর্তি হয়েছেন হাসপাতালে। গত তিন দিনে উত্তরপ্রদেশের বালিয়া জেলা হাসপাতালে প্রায় ৪০০-এর বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যু হয়েছে ৫৪ জনের। হাসপাতালের চিকিৎসকরা বলছেন, মৃত্যুর কারণ অনেক কিছুই হতে পারে। তবে তীব্র গরম এর একটি অন্যতম কারণ হতে পারে, বলে বক্তব্য চিকিৎসকদের।

জানা গিয়েছে, গত কয়েক দিনে বেশ কিছু মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে। জুন মাসের ১৫ তারিখ প্রবল গরমে ২৩ জনের মৃত্যু হয়েছে। ১৬ জুন ২০ জনের মৃত্যু হয়েছে এবং ১৭ জুন মোট ১১ জনের মৃত্যু হয়েছে। একটি মেডিক্যাল টিম সেখানে যাচ্ছে এত মৃত্যুর কারণ খতিয়ে দেখতে। তবে এখনও পর্যন্ত মৃত্যুর যথার্থ কারণ জানা যায়নি।

আরও জানা গিয়েছে, এতো বেশি মানুষ হাসপাতালে যাচ্ছেন যে তাঁদের জন্য স্ট্রেচার পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। হাসপাতালের কর্মীরা কাঁধে করে অনেককে বেড পর্যন্ত নিয়ে যাচ্ছেন। তবে সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে যখন ১০ জন মানুষ একই সময়ে হাসপাতালে ভর্তির জন্য উপস্থিত হচ্ছেন।


Follow us on :