১৬ মে, ২০২৪

Andhra Pradesh: রেললাইনে ফাটল, অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সঙ্ঘমিত্রা এক্সপ্রেস
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-22 20:23:55   Share:   

ফের দুর্ঘটনার (Accident) হাত থেকে রক্ষা পেল রেল। এবারে স্থানীয়দের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার থেকে প্রাণে বাঁচলেন আরও একটি যাত্রীবাহী ট্রেন (Train)। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বাপাতলা জেলায়। জানা গিয়েছে, রেললাইনে ছিল ফাটল, আর এটি প্রথম স্থানীয়দেরই চোখে পড়ে। আর তা দেখা মাত্রই বিষয়টি রেলকর্মীদের খবর দেন স্থানীয়রা। সেই সময় ওই পথ দিয়ে আসছিল সঙ্ঘমিত্রা এক্সপ্রেস। ফলে ট্রেনটি থামানো হয় ও অল্পের জন্য রক্ষা পায়।

২২ জুন, বৃহস্পতিবার সকালে চিরালা টাউন এলাকার কাছে রেললাইনে ফাটল দেখতে পান ইপুরুপালেম এলাকার কয়েকজন বাসিন্দা। এরপরই তড়িঘড়ি রেলকর্মীদের খবর দেন তাঁরা। অন্যদিকে সেই লাইন দিয়েই সেসময় আসছিল সঙ্ঘমিত্রা এক্সপ্রেস। সেই সময় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় রেলকর্মীদের একটি দল। ফলে ফাটলের বিষয়ে জানার পর সঙ্গে সঙ্গে রেলকর্মীরা ওই ট্রেনটিকে থামান। এরপর রেললাইন মেরামতের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেন রেলের আধিকারিকরা। সারানো হয় রেললাইন। এই ঘটনার জেরে প্রায় ৪০ মিনিট ধরে দাঁড়িয়েছিল সঙ্ঘমিত্রা এক্সপ্রেস। রেললাইন ঠিক করার পরই ফের ওই পথে ট্রেন চলাচল শুরু হয়।


Follow us on :