১০ মে, ২০২৪

Delhi Airport: জুতোর মধ্যে সারি সারি সাজানো কোটি কোটি টাকার বিদেশি মুদ্রা, বিমানবন্দর থেকে আটক তিন
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-22 13:01:57   Share:   

কোটি কোটি টাকার বিদেশি মুদ্রা (Foreigh Currency) তাজিকিস্তানের তিন নাগরিকের কাছ থেকে উদ্ধার করলেন শুল্ক দফতরের আধিকারিকরা (Customs)। শুক্রবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেফতার করা হয়েছে তাদের। জানা গিয়েছে, এ যাবৎ এটাই সবচেয়ে বেশি বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে দিল্লি বিমানবন্দর থেকে। সূত্রের খবর, ভারতীয় মুদ্রায় মোট ১০.৬ কোটি টাকার বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করা হয়েছে।

সূত্রের খবর, তাজিকিস্তানের এই তিন নাগরিকের ইস্তানুবুল যাওয়ার কথা ছিল। কিন্তু তাদের ব্যাগ চেক করতেই বেরিয়ে আসে প্রচুর টাকা। জানা গিয়েছে, ব্যাগ খুলতেই সেখানে দেখা যায় জুতো। আর সেই জুতোগুলোর মধ্যে থরে থরে সাজানো ছিল বিদেশি মুদ্রা। শুল্ক দফতর সূত্রে খবর, তাদের সেই ব্যাগ থেকে ৭ লক্ষ ২০ হাজার ডলার ও ৪ লক্ষ ৬৬ হাজার ২০০ ইউরো উদ্ধার করা হয়, যা ভারতীয় মুদ্রায় ১০.৬ কোটি টাকার সমান। এরপর এই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ও তিন বিদেশিকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। আরও জানা গিয়েছে, ওই তিনজনের মধ্যে একজন নাবালক ছিলেন। তবে তারা কোন উদ্দেশে এই টাকা নিয়ে যাচ্ছিল, পিছনে কী উদ্দেশ্য, সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে।


Follow us on :