১৪ মে, ২০২৪

Fire: ডিমাপুরে সিলিন্ডার ফেটে মৃত এক বৃদ্ধ, আগুনে পুড়ে খাক খড়ের বাড়ি
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-10 17:32:13   Share:   

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়ঙ্কর অগ্নিকান্ড (Fire Incident)। আগুনে পুড়়ে মৃত (Death) সত্তর বছরের এক বৃদ্ধা এবং জখম বহু মানুষ। নাগাল্যান্ডের (Nagaland) ডিমাপুর জেলার বার্মা ক্যাম্পের পূর্ব ব্লকে এই ঘটনাটি ঘটেছে। এলাকার বহু ঘরবাড়ি আগুনে পুড়ে গিয়েছে। আগুন লাগায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

রবিবার দুপুর ১২টা নাগাদ এই আগুন লাগার ঘটনাটি ঘটে। আগুন লাগার ফলে এলাকার বহু মানুষের নানা ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি এলাকার খড়ের তৈরি প্রচুর বাড়ি ছিল, আগুন ছড়িয়ে সেই সমস্ত বাড়িগুলি পুড়ে ছাই হয়ে যায়। যার ফলে প্রচুর মানুষ মাথার উপরে ছাদ হারিয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, অগ্নিকান্ডের ফলে ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়েছেন ৯০০ জন বাসিন্দা। আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল কর্মীরা। তিন ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, অগ্নিকান্ডের জেরে লক্ষ লক্ষ টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি কয়েক জন এখনও পর্যন্ত নিখোঁজ বলে দাবি করেছেন এলাকাবাসীরা। 

 দমকল সূত্রে খবর, গ্যাস সিলিন্ডার ফেটে ওই এলাকায় আগুন লেগেছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গে এলাকার আশপাশে তা ছড়িয়ে পড়ে। 


Follow us on :