০৯ মে, ২০২৪

Earthquake: সাতসকালে ফের ভূমিকম্প! ৫.২ মাত্রায় কেঁপে উঠল জম্মু-কাশ্মীরের গুলমার্গ
CN Webdesk      শেষ আপডেট: 2023-08-05 12:35:30   Share:   

সকাল সকাল ফের ভূমিকম্প (Earthquake)। এবারে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের (Jammu And Kashmir) গুলমার্গ (Gulmarg)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। এরপরেও একাধিকবার আফটারশক হয়েছে বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দ্য ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজির তরফে এমনটাই জানানো হয়েছে।

সূত্রের খবর, শনিবার সকাল ৮ টা ৩৬ মিনিট নাগাদ কেঁপে ওঠে জম্মু-কাশ্মীরের গুলমার্গ। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূ-পৃষ্ট থেকে ১২৯ কিমি গভীরে। আর কম্পন অনুভূত হয়েছে গুলমার্গ থেকে প্রায় ১৮৪ কিমি দূরে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কিছুদিন আগেই আন্দামান ও নিকোবরে ভূমিকম্প হয়েছে। এবারে কেঁপে উঠল গুলমার্গের মাটিও।

সূত্রের খবর, চলতি বছরে জুন মাস থেকে এখন অবধি ১২ বার কম্পন অনুভূত হয়েছে জম্মু ও কাশ্মীরে। ১০ জুলাই জম্মু ও কাশ্মীরের ডোডায় ৪.৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। এর আগে ১৩ জুন ডোডায় কম্পন অনুভূত হয়। সেসময় একাধিক বাড়ি, বিল্ডিং, রাস্তায় ফাটল দেখা যায়।


Follow us on :