১৫ মে, ২০২৪

Autorickshaw: অটোতে এয়ার কুলার! চালকের উদারতার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেন
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-06 10:57:16   Share:   

তীব্র দাবদাহে নাজেহাল দেশবাসী। দেশের প্রত্যেকটি মানুষ গরমের অস্বস্তিতে ভুগছেন। এই অবস্থায় রাস্তা-ঘাটে চলাচল, ট্রেন, বাস, অটোতে চড়াও খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু এরই মধ্যে এক অটোর (Autorickshaw) ছবি প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে, অটোর মধ্যে লাগানো এয়ার কুলার (Air Cooler)। আর এই ভিডিও ছড়িয়ে পড়তেই হইহই পড়ে গিয়েছে নেটপাড়ায়। অটোতে চড়া যাত্রীদের কথা ভেবে অটোচালক এই উদ্যোগ নিয়েছেন, তা বোঝাই যাচ্ছে। তবে নেটিজেনরা প্রশ্ন করছেন, অটোতে ইলেকট্রিক ছাড়া কুলার লাগানো কীভাবে সম্ভব।

জানা গিয়েছে, এই ভিডিওটি পঞ্জাবের এক অটোর। সেখানেই দেখা গিয়েছে, অটোতে লাগানো রয়েছে এয়ার কুলার। সেখানকার কোনও এক ব্যক্তি এই দৃশ্য দেখে ক্যামেরাবন্দি করেছেন। ভিডিওটি নেটপাড়ায় শেয়ার হতেই ঝড়ের বেগে ভাইরাল। এই  ভিডিওতে ইতিমধ্যে ৪ মিলিয়নের বেশি ভিউ এসেছে।

নেটিজেনরা অটোচালকের এই উদ্যোগে বেশ খুশি, অনেকেই তাঁর প্রশংসা করেছেন। কিন্তু কেউ কেউ প্রশ্ন করেছেন, 'ইলেকট্রিক ছাড়া অটোতে এয়ার কুলার লাগানো কী করে সম্ভব?'



Follow us on :