২৬ এপ্রিল, ২০২৪

Delhi: ১৭ বছর পর সন্ধান অপহৃত তরুণীর !
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-26 17:18:36   Share:   

'অপহরণ' (Kidnap) হওয়ার ১৭ বছর পর খোঁজ পাওয়া গেল 'নিখোঁজ' মহিলার। সূত্রের খবর, অপহরণ হওয়ার সময় সেই মহিলা ছিল কিশোরী, আর এখন তিনি ৩২ বছরের তরুণী। জানা গিয়েছে, ২০০৬ সালে ১৫ বছরের মেয়েকে অপহরণ করার অভিযোগে দিল্লির (Delhi) গোকালপুরী থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। আর সেই মহিলাকেই ১৭ বছর পর দিল্লির গোকালপুরীতে খুঁজে পাওয়া গিয়েছে বলে পুলিস সূত্রে খবর। তবে প্রশ্ন উঠছে, তিনি কি সত্যিই অপহরণ হয়েছিলেন নাকি স্বেচ্ছায় বাড়ি ছেড়েছিলেন?

ডেপুটি কমিশনার অফ পুলিস শাহদরা রোহিত মীনা জানিয়েছেন, ২২ মে শীমাপুরি পুলিস তাঁকে খুঁজে পেয়েছে। সূত্রের খবর, নিখোঁজ মহিলাকে ১৭ বছর পর খুঁজে পাওয়া গিয়েছে, এটা সত্যিই আশ্চর্যকর। তবে এরপরের ঘটনাটি আরও অবাক করবে আপনাকে। সূত্রের খবর, সেই মহিলাকে খুঁজে পাওয়ার পর জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, ২০০৬ সালে তাঁকে বাড়ি থেকেই অপহরণ করা হয়েছিল। সম্প্রতি তিনি উত্তরপ্রদেশের চেরিধ গ্রামে দীপক নামের এক ব্যক্তির সঙ্গে বসবাস করতেন। এরপর কোনও এক ঝগড়ার কারণে লকডাউনের সময় তিনি দিল্লি চলে আসেন ও গোকালপুরীতে একটি বাড়িতে ভাড়া থাকতেন।


Follow us on :