১৬ মে, ২০২৪

World Bank: চলতি অর্থবর্ষে ভারতের আর্থিকবৃদ্ধি কমার ইঙ্গিত বিশ্বব্যাঙ্কের
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-05 10:28:23   Share:   

ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস নিয়ে আবার অশনি সংকেত বিশ্বব্যাঙ্কের  (World Bank)। চলতি অর্থবর্ষে ভারতের আর্থিকবৃদ্ধির (Economic Growth) হার ৬.৩ শতাংশে দাঁড়াতে পারে বলে সাম্প্রতিক রিপোর্টে উল্লেখ। যা কমার ইঙ্গিত, দাবি অর্থনীতিবিদদের। এর আগে প্রকাশিত রিপোর্টে যা ৬.৬ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস ছিল। এদিকে, অতিমারির (Corona Virus) ‘ক্ষত’ এখনও পুরোপুরি সারেনি। উনোর মধ্যে ধুনো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং চিন-তাইওয়ান সংঘাত। যার প্রভাব পড়েছে মূল্যবৃদ্ধিতে।

কিন্তু এই পরিস্থিতিতেও ভারতের আর্থিক বৃদ্ধিতে ইতিবাচক সম্ভাবনা রয়েছে বলে চলতি বছরের গোড়ায় জানিয়েছিল বিশ্ব ব্যাঙ্ক। কিন্তু বৃদ্ধির সম্ভাবনা ছাঁটাই করে কার্যত সেই আশায় জল ঢেলে দেওয়া হল। এমনটাই দাবি আর্থিক বিশেষজ্ঞদের।

আগামী জুন মাসে গ্লোবাল ইকনমিক প্রসপেক্টস সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করতে পারে বিশ্ব ব্যাঙ্ক। সেখানে চলতি অর্থবর্ষে বৃদ্ধির সম্ভাবনা আরও কমানো হতে পারে বলে মনে করা হচ্ছে।


Follow us on :