১৩ মে, ২০২৪

Hunted: হরিণ শিকার করে পিকনিক! সেই ভিডিও পোস্ট করে রাজস্থানে প্রশাসনকে চ্যালেঞ্জ
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-21 19:21:47   Share:   

হরিণ শিকার (Hunting) করে আবার তার মাংস দিয়ে বনভোজন (Picnic) করার অভিযোগ উঠল এক শিকারি দলের বিরুদ্ধে। সমাজমাধ্যমে সেই বনভোজনের একটি ভিডিও পোস্ট করে পুলিস ও বন দফতরকে সরাসরি চ্যালেঞ্জ করে একদল শিকারি।

সোমবার সমাজমাধ্যমে এক নির্মম জীব হত্যার (Animals Kills) ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা যায়, একটি হরিণ শিকার করে পরে সেটিকে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়। তারপর সেই হরিণের চামড়া ছাড়িয়ে মাংস কেটে সেই মাংস দিয়েই আবার বনভোজনও করা হচ্ছে। ভিডিওটি দেখামাত্র প্রাথমিক তদন্তে পুলিস অনুমান করে জানায়, ঘটনাটি ঘটেছে লুনি থানা এলাকার পান্নে সিংহ নগরের কালিজলের কাছাকাছি। 

বন্যপ্রাণ সুরক্ষাকর্মী ওম প্রকাশ জানিয়েছেন, জোধপুর-বারমের সীমানায় চোরাশিকারিদের যাতায়াত শুরু হয়েছে। ০০৯ নামে একটি শিকারির দল কয়েকদিন ধরেই এই অঞ্চলে আসা যাওয়া করছিল। সেই শিকারির দলটিই এই হরিণ শিকার করছে এবং সেই দলেরই এক সদস্য ভবানী সিংহ সমাজমাধ্যমে এই ভিডিওটি প্রকাশ করে পুলিসকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়েছেন। 

অভিযুক্তদের শাস্তির দাবি তুলেছে দ্য বিষ্ণোই টাইগার ফোর্স। তারা পুলিস কমিশনার, ডিভিশনাল ফরেস্ট অফিসারের কাছে লিখিত অভিযোগপত্র জমা দিয়েছে। বন্যজীব বাঁচানোর জন্য ওই অঞ্চলে বিশেষ নিরাপত্তাবাহিনীর দাবি করেন। ভিডিও দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিস। বিষ্ণোই টাইগার ফোর্সের প্রধান রাম পাল ভাওয়ার বলেন, আগামী দু’দিনের মধ্যে অভিযুক্তদের চিহ্নিত করে কঠিন শাস্তি দেওয়া হবে। 



Follow us on :