১৫ মে, ২০২৪

Vivek: 'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে আপত্তিকর মন্তব্য! মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস বিবেকের
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-09 15:21:40   Share:   

'দ্য কেরালা স্টোরি'-এর (The Kerala Story) পর এবারে ফের খবরের শিরোনামে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। 'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে মন্তব্য করার জের! এবারে 'দ্য কাশ্মীর ফাইলস'-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী আইনি নোটিস পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে (Mamata Banerjee)। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করে 'দ্য কেরালা স্টোরি' বাংলায় নিষিদ্ধ করার ঘোষণা করেন। শুধু তাই নয়, তিনি ফের কাশ্মীর ফাইলস ছবি নিয়েও কিছু মন্তব্য করেছেন। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর দাবি, তিনি কাশ্মীর ফাইলস নিয়ে কিছু মিথ্যা ও অবমাননাকর মন্তব্য করেছেন। তাই ছবির প্রযোজক অভিষেক আগরওয়াল ও পল্লবী যোশীর সঙ্গে সম্মিলিতভাবে মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস পাঠিয়েছেন।

সোমবার দ্য কেরালা স্টোরি নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী দ্য কাশ্মীর ফাইলসের প্রসঙ্গ টেনে এনে বলেছেন, 'এই ছবি সমাজের এক অংশকে অসম্মান করেছে। আর কেরালা স্টোরি কী? একটি বিকৃত কাহিনী।' এরপরেই এই মন্তব্যের কারণেই বিবেক অগ্নিহোত্রী আইনি পদক্ষেপ নিলেন। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে আইনি নোটিস পাঠালেন। শুধু তাই নয়, নোটিসে মুখ্যমন্ত্রীর থেকে  নিঃস্বার্থভাবে ক্ষমা চাওয়ার কথা জানিয়েছেন। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীকে সাংবাদিক সম্মেলন করে সেই মন্তব্য প্রত্যাহার করতে হবে ও ক্ষমা চাইতে হবে। না হলে তাঁরা আইনি বন্দোবস্ত নেবেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি চিঠি পাঠিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। 


Follow us on :