১৭ মে, ২০২৪

Vande Bharat: রেললাইনের উপরে পাথর, লোহার রড! অল্পের জন্য রক্ষা পেলেন বন্দে ভারতের যাত্রীরা
CN Webdesk      শেষ আপডেট: 2023-10-02 20:34:04   Share:   

অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রাজস্থানের উদয়পুর থেকে জয়পুরগামী বন্দে ভারত এক্সপ্রেস (vande Bharat Express)। সূত্রের খবর, রেললাইনে রাখা ছিল পাথর, লোহার রড। তবে চালকের তৎপরতায় বেঁচে যান রেলযাত্রীরা। আপৎকালীন ব্রেক কষেন তিনি। এতেই বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় তাঁরা। কারণ রেললাইনের উপর তাঁর নজর না পড়লেই ট্রেনটি লাইনচ্যুত হতে পারত।

সূত্রের খবর, সোমবার সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ উদয়পুর থেকে জয়পুরগামী বন্দে ভারত এক্সপ্রেসটি যাওয়ার সময় ট্রেন চালক রেললাইনে লোহার রড, পাথর দেখতে পান। জানা গিয়েছে, চিতরগড়ের কাছে গঙ্গরার এবং সোনিয়ানা স্টেশনের মাঝে লাইনে রাখা ছিল পাথর, লোহার রড। আর তা দেখেই তড়িঘড়ি ট্রেন থামান চালক। এর পরই রেলের কন্ট্রোলে খবর দেন তিনি। রেলকর্মীরা এসে লাইনের উপর থেকে পাথর সরিয়ে দেন। রেললাইনে পাথর ও লোহার রড গেঁথে রাখার সেই দৃশ্য প্রকাশ্যে এসেছে।

রেলসূত্রে খবর, উত্তর-পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, খবর পেয়েই রেলের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে গিয়েছেন। কারা লাইনের উপরে পাথর, লোহার রড রাখল, তাও খতিয়ে দেখা হচ্ছে।


Follow us on :