১২ মে, ২০২৪

Rain: কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে বিপদগ্রস্থ উত্তরপ্রদেশ, মৃত্যু ৩৪ জনের
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-11 11:38:36   Share:   

প্রবল বৃষ্টিতে (rain) বিপর্যস্ত উত্তরপ্রদেশর (Uttar Pradesh) জনজীবন। তিন দিনের টানা বৃষ্টিতে প্রায় ৩৪ জনের মৃত্য়ু (Death) হয়েছে। সোমবার, যোগী আদিত্যনাথ সরকারের পরিসংখ্যান অনুযায়ী, ৩৪ জন মৃতের মধ্যে বজ্রাঘাতে মৃত্য়ু হয়েছে ১৭ জনের। জলে ডুবে মৃত্যু হয়েছে ১২ জনের। আর বাকি পাঁচ জনের মৃত্যু হয়েছে হড়পা বান এবং ধসে। মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 

উত্তরপ্রদেশে অবিরাম বৃষ্টির জেরে গঙ্গা, যমুনা, রামগঙ্গা-সহ বিভিন্ন নদীর জলস্তর বেড়ে গিয়েছে। বিশেষ করে নিচু এলাকাগুলিতে জলমগ্ন হয়ে পড়েছে। মৌসম ভবনের তথ্য় অনুযায়ী, ৭৫টি জেলার মধ্যে প্রায় ৬৮টি জেলায় বৃষ্টি হয়েছে। 

সম্প্রতি কয়েক দিনের টানা বৃষ্টিতে ভাসছে দিল্লি-সহ উত্তর ভারত। প্রবল বৃষ্টির কারণে বিভিন্ন রাস্তাই জলমগ্ন। এইকারণে সোমবার দিল্লির সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে। হিমাচল প্রদেশে ভারী বর্ষণের জেরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টিতে এখনও পর্যন্ত ছ’জনের মৃত্যু হয়েছে হিমাচলে। 


Follow us on :