১৭ মে, ২০২৪

Train: কলকাতাগামী অকাল তখত এক্সপ্রেসে যাত্রীর গায়ে প্রস্রাব, কাঠগড়ায় টিটি
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-14 17:28:28   Share:   

এবার ট্রেনে এক মহিলা যাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনা (Urinating)। পাশাপাশি মত্ত অবস্থায় অভব্য আচরণের অভিযোগ এক যাত্রীর বিরুদ্ধে। এমনই গুরুতর অভিযোগ উঠেছে ট্রেনের টিকিট পরীক্ষকের(TTE) বিরুদ্ধে। অভিযুক্ত টিকিট পরীক্ষককে রেল পুলিসের(Railway Police) হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে অমৃতসর থেকে কলকাতাগামী অকাল তখত এক্সপ্রেস(Akal Takht Express) ট্রেনের মধ্যে। অভিযোগের ভিত্তিতে টিকিট পরীক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে রেল পুলিস। আগেও এক মহিলার গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠেছিল এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী বিমানেরই এক পুরুষ সহযাত্রীর বিরুদ্ধে। পরে অভিযুক্তকে গ্রেফতারও করা হয়। এবার সেই ঘটনার পুনারাবৃত্তি ঘটল ট্রেনেও।

জানা গিয়েছে, অমৃতসরের বাসিন্দা রাজেশ এবং তাঁর স্ত্রী ওই ট্রেনের এ-১ কামরাতে ছিলেন। রবিবার রাতে রাজেশের স্ত্রী ঘুমিয়ে পড়লে মত্ত অবস্থায় এক টিকিট পরীক্ষক তাঁর গায়ে প্রস্রাব করেন। এমনকি মত্ত অবস্থায় অসভ্য আচরণেরও করেন ওই টিকিট পরীক্ষক। এরপরই সোমবার সকালে উত্তরপ্রদেশের চারবাগের কাছে অভিযুক্তকে ধরে পুলিসের হাতে তুলে দেয় সহযাত্রী-সহ রাজেশ।

চারবাগের রেলপুলিসের ইনস্পেক্টর নবরত্ন গৌতম জানান, 'রবিরাত মধ্যরাতে মহিলা তাঁর আসনে শুয়ে ছিলেন। সেই সময় তাঁর মাথায় প্রস্রাব করে দেয় ওই মত্ত টিকিট পরীক্ষক। অন্য যাত্রীরা অভিযুক্তকে তখনই ধরে ফেলেন। সোমবার সকালে মহিলা ট্রেনের সতর্কতামূলক অ্যালার্ম বাজান।' 

পরে রেল পুলিস ঘটনাস্থলে এলে অভিযুক্তকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়।

অভিযোগের ভিত্তিতে টিকিট পরীক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে রেল পুলিস। 


Follow us on :