১১ মে, ২০২৪

Coromandel: দুর্ঘটনার ৫ দিন পর বুধবার ফের ছুটবে আপ করমণ্ডল এক্সপ্রেস
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-07 15:20:11   Share:   

বালেশ্বর (Balasore) দুর্ঘটনার (Accident) ১১৬ ঘণ্টা পর আজ বুধবার থেকে আবারও ছুটবে আপ করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express)। রেলের তরফে জানানো হয়েছে, আগের রুট ধরেই যাবে ট্রেন।  শুক্রবার রাতের পর বুধবার। বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর প্রায় পাঁচ দিন কেটে গিয়েছে। ইতিমধ্যেই রেললাইন মেরামতের কাজ শেষ হয়েছে। রেল পরিষেবাও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এদিকে, বুধবার থেকেই ফের আপ করমণ্ডল এক্সপ্রেসের পরিষেবা চালু হচ্ছে। বাহানগার দুর্ঘটনাস্থল দিয়েই ছুটবে শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস।

রেলের তরফে জানানো হয়েছে, বুধবার দুপুর ৩টে ২০ মিনিটে শালিমার থেকে ছাড়বে আপ করমণ্ডল এক্সপ্রেস। একই সময়ে বাহানগা বাজার স্টেশন দিয়ে পার হবে ওই ট্রেন। রেল সূত্রে খবর, ইতিমধ্যে সংশ্লিষ্ট রেলপথ দিয়ে একাধিক ট্রেন চলাচল করেছে। তবে, বালেশ্বরের কাছে ট্রেনের গতি কম থাকছে । সেখান দিয়ে ঘণ্টায়  ১০ কিলোমিটার গতিবেগে যাচ্ছে ট্রেনগুলি। সদ্য রেলপথ মেরামত হয়েছে বলেই গতিবেগ কম রাখা হয়েছে।

দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বুধবার করমণ্ডল ছাড়াও ওই রেলপথে ছুটে যাবে ২২৮৫৪ বিশাখাপত্তনম-শালিমার এক্সপ্রেস, ১২৮৮২ পুরী-শালিমার এক্সপ্রেস, ১৮৪১০ পুরী-শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস ইত্যাদি। এদিকে, বুধবার বেশ কয়েকটি ট্রেনও বাতিল করা হয়েছে। উল্লেখ্য, বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় ২৮৮ জনের মৃত্যু হয়েছে।


Follow us on :