১৬ মে, ২০২৪

Cheetah: চিতার মৃত্যুতে উদ্বিগ্ন প্রশাসন, নামিবিয়ায় প্রশিক্ষণ নিতে সরকারি দল পাঠাচ্ছে কেন্দ্র
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-31 10:32:40   Share:   

দেশে চিতার (Cheetah) বংশবৃদ্ধি করতে নামিবিয়া (Namibia) ও দক্ষিণ আফ্রিকা (South Africa) থেকে আনা হয়েছিল মোট ২০ টি চিতা। কিন্তু মধ্য়প্রদেশের কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) চিতাগুলোকে ছাড়তেই মৃত্যু হয়েছে একাধিক চিতার। ৩ মাসের মধ্যেই পূর্ণবয়স্ক ও শাবক চিতা মিলিয়ে মোট চিতার মৃত্যু হয়েছে ৬টি। ফলে কুনোতে বর্তমানে চিতা রয়েছে ১৪টি। কিন্তু একের পর এক চিতার মৃত্যুতে উদ্বিগ্ন হয়ে পড়েছে প্রশাসন। তাই এই মৃত্যু মিছিল ঠেকাতে এক বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় বনমন্ত্রী ভুপেন্দর যাদব জানিয়েছেন, দেশে চিতা ফেরানোর প্রকল্পের সঙ্গে যুক্ত সরকারি কর্মীদের নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকায় পাঠানো হবে প্রশিক্ষণের জন্য। সেই সফরে তাঁরা চিতা সংক্রান্ত অধ্যয়ন করবেন।

কেন্দ্রীয় বনমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী ৬ জুন চিতাগুলির অবস্থা পর্যবেক্ষণের জন্য তিনি নিজে কুনো জাতীয় উদ্যানে যাবেন। চিতাগুলির সুরক্ষা, সংরক্ষণ এবং পুনরুজ্জীবনের জন্য আর্থিক এবং সমস্ত লজিস্টিক সহায়তা প্রদান করা হবে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় বনমন্ত্রী। এই ঘোষণা তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে সোমবার বৈঠক করেই নিয়েছেন বলে জানিয়েছেন ভুপেন্দর যাদব।


Follow us on :