১৩ মে, ২০২৪

Delhi: রাজঘাটে গান্ধীজিকে শ্রদ্ধা জানিয়ে বঞ্চনার বিরুদ্ধে কর্মসূচি শুরু করবে তৃণমূল
CN Webdesk      শেষ আপডেট: 2023-10-02 13:01:24   Share:   

দিল্লি পৌঁছতে শুরু করেছে তৃণমূল সমর্থকদের বাস। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের পূর্ব নির্ধারিত কর্মসূচি আরও সমৃদ্ধ হচ্ছে। সূত্রের খবর, সোমবার মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীতে রাজঘাটে তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রতিবাদ কর্মসূচি শুরু করবে তৃণমূল। দুপুর ১টা নাগাদ রাজঘাটে শ্রদ্ধা জানাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের সাংসদ, মন্ত্রী-বিধায়করা। সেখানেই ধরনায় বসে প্রতিবাদে সামিল হবেন।

কেন্দ্রীয় সরকারের থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের ‘বকেয়া টাকা’ আদায়ের জন্য ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছেছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এবং কর্মী-সমর্থকরা। সোমবারের পাশাপাশি মঙ্গলবারও প্রতিবাদ কর্মসূচি রয়েছে তৃণমূলের। যদিও মঙ্গলবার কী কী কর্মসূচি নেওয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে আলোচনা করতে আজই সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়ের বাড়িতে অভিষেকের নেতৃত্ব বৈঠকে বসবে ঘাসফুল শিবিরের শীর্ষ নেতৃত্ব।

সূত্রের খবর, গতকাল অর্থাৎ রবিবার সন্ধ্যার সময় অভিষেকের নেতৃত্বে সংসদ সৌগত রায়ের দিল্লির বাড়িতে বৈঠকে বসেছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এরপরেই সোমবারের কর্মসূচি গ্রহণ করা হয়।


Follow us on :