১৫ মে, ২০২৪

Tomato: ২০০ টাকা থেকে কমে টোম্যাটোর দাম হল ৪ টাকা কেজি!
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-07 20:00:23   Share:   

এবারে কেজি প্রতি টোম্যাটোর দাম হল ৪ টাকা! কিছুদিন আগেই টোম্যাটোর (Tomato) দাম হয়েছিল আকাশছোঁয়া। দাম বাড়তে বাড়তে তা পৌঁছে গিয়েছিল ২০০ টাকায়। ফলে মধ্যবিত্তের পকেটে পড়েছিল টান। হেঁশেলে কয়েকদিন দেখাই পাওয়া যাচ্ছিল না টোম্যাটোর। কিন্তু এবারে দাম কমে যাওয়ায় দুর্ভোগের শিকার হলেন কৃষকরা। তাই তাঁরা টোম্যাটো রাস্তায় ফেলে দিয়ে এক অভিনব পন্থায় বিক্ষোভ দেখালেন। ঘটনাটি অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) কুর্নূলের।

সূত্রের খবর, বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের কুর্নূলের স্থানীয় একটি বাজারে টোম্যাটো বিক্রি করা হচ্ছে ৪ টাকা কেজি দরে। আর এতেই ক্ষুব্ধ সেখানকার কৃষকরা। তাঁরা জানিয়েছেন, টোম্যাটোর দাম ২০০ টাকা প্রতি কেজি থেকে কমে ৪ টাকা কেজি হয়েছে। কিন্তু টোম্যাটো চাষ করে ফলাতে এর থেকে অনেক বেশি খরচ হয়েছে।  তাছাড়াও বাজার পর্যন্ত নিয়ে আসার পরিবহণ খরচও রয়েছে। ফলে ৪ টাকা কেজি দামে বিক্রি করতে হলে কোনও খরচই উঠবে না কৃষকদের। তাই এই পরিস্থিতিতে আর কোনও উপায় না পেয়ে রাস্তায় সব টোম্যাটো ঢেলে দেন এক দল কৃষক। টোম্যাটোর বিক্রয়মূল্য বৃদ্ধি করার দাবিতে তাঁরা বিক্ষোভ দেখান।


Follow us on :