১৭ মে, ২০২৪

Delhi: স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি, তড়িঘড়ি ক্যাম্পাস খালি করে পুলিসের তল্লাশি
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-12 17:28:08   Share:   

স্কুল (School) খুলতেই হুলস্থুল কাণ্ড। স্কুলের শিক্ষক থেকে শুরু করে ছাত্র-ছাত্রী সকলে এদিক-ওদিক ছুটে বেড়াচ্ছেন। জানা গিয়েছে, বুধবার সকাল ১০টা ৪৯ মিনিটে স্কুলের মেইলে আসে একটি হুমকি মেইল (Threaten Email)। যেখানে লেখা ছিল, স্কুলে বোমা (Bomb) রাখা আছে। ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi) সাদিক নগরের ইন্ডিয়ান পাবলিক স্কুলে। পুলিস এসে তড়িঘড়ি স্কুল খালি করে দেয়।

উল্লেখ্য, এটাই প্রথম নয়। এর আগেও গত বছর নভেম্বরে বোমাতঙ্কের হুমকিবার্তা আসে।  ফের একই স্কুলে হুমকি মেইল। ইমেল আসার সঙ্গে সঙ্গেই পুলিসকে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। সেই খবর পেয়েই স্কুলে হাজির হয় পুলিস। ডাকা হয় বম্ব স্কোয়াডকেও। গোটা স্কুলে চিরুনিতল্লাশি চালিয়েছে পুলিস। যদিও কোনও বোমা উদ্ধার হয়নি।

দিল্লি পুলিস জানিয়েছে, যে হুমকিবার্তা পাঠানো হয়েছে সেটি ভুয়ো কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায়।


Follow us on :