১০ মে, ২০২৪

Artist: জাতীয় পুরস্কারপ্রাপক শিল্পী এখন অটো চালক, কাশ্মীরি আইজাজের গল্প এখন ভাইরাল
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-24 15:56:40   Share:   

জাতীয় পুরস্কার (National Award) পেয়েও পেটের টানে চালাতে হচ্ছে অটো। অটোর এক আরোহীই তাঁকে চিনতে পেরে সেই কাহিনি লিখেছেন টুইটারে। ঘটনাটি ঘটেছে শ্রীনগরে (Kashmir)। জানা গিয়েছে, ওই জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পীর (Artist) নাম সৈয়দ আইজাজ শাহ। পেপার ম্যাশ বা কাগজের মণ্ড থেকে শিল্পদ্রব্য তৈরির করার জাদুকর তিনি। ভারতের কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকও তো পুরস্কার দিয়েছে সৈয়দ আইজাজকে। বহু দেশে গিয়েছেন কাজ শেখাতে। এমনকি তাঁর নাম বেরিয়েছে দেশ-বিদেশের নানা সংবাদমাধ্যমে। তবে সময়ের যাঁতাকলে কোথায় যেন হারিয়ে গিয়েছিল ওই শিল্পীর পরিচয়। তবে আইজাজ শাহের অটোর এক আরোহীই তাঁর পরিচয় আবার তুলে ধরলেন নেট দুনিয়ায়।  

জানা গিয়েছে, ওই আরোহীর নাম আচাকজাই। তিনিই টুইটারে পরপর টুইট আর ছবি শেয়ার করে লিখেছেন শিল্পী সৈয়দ আইজাজ শাহের কথা। টুইটারে তিনি বলছেন, ‘‘আজকের যানজটের একমাত্র ভাল (আসলে দুঃখের) দিক হল, আমি একটা অটো নিলাম আর চালক সৈয়দ আইজাজকে চিনতে পারলাম। বহু পুরস্কার এবং প্রশংসাজয়ী শিল্পী। দক্ষিণ আফ্রিকাতেও তাঁর কাজ সমাদৃত এবং পুরস্কৃত হয়েছে।’’ 

তিনি আরও লিখেছেন, 'কাশ্মীরে হস্তশিল্প থেকে আয় হয় সামান্যই। আইজাজ তা থেকে পরিবারকে টানতে পারেন না। পুরস্কার আর স্বীকৃতির চেয়ে টুক-টুক চালানোই এখন তাঁর কাছে বড় হয়ে দাঁড়িয়েছে।' আচাকজাই লিখেছেন, 'আইজাজ চমৎকার মানুষ! এখনও উনি সকাল আর সন্ধেয় সময় বার করে ওঁর হাতের কাজ নিয়ে বসেন। দিনে অটো চালান। সন্ধেয় ডুবে যান রঙের জগতে। অসমাপ্ত ম্যুরাল আর অবশিষ্ট স্বপ্নের জগতে।'

তবে এখন কাশ্মীরের পেপার-ম্যাশ শিল্পের অবস্থা সামগ্রিক ভাবেই খারাপ। অনেক শিল্পীই কাজ ছেড়ে কেউ অটো চালাচ্ছেন, কেউ আবার সেলসের কাজ করছেন। আইজাজ নিজেও এই বিষয়ে বলছেন, 'আর পাঁচ-দশ বছরের বেশি আয়ু নেই এই শিল্পের। অনটনে সবাই একে একে কাজ ছাড়ছে। তকদীর বনি, বনকর বিগড়ি, দুনিয়া নে হমে বরবাদ কিয়া।'


Follow us on :