১২ মে, ২০২৪

Derailment: 'এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াতে পারে ৩৫০,' সিএন ডিজিটালকে জানালেন আইজি বালাসোর
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-03 12:48:09   Share:   

মনি ভট্টাচার্য: করমন্ডল এক্সপ্রেসের (Coromondal Express) দুর্ঘটনায় মৃতের সংখ্যা আড়াইশো ছাড়িয়েছে। সিএন-ডিজিটাল কে ওড়িশা শহরের আইজি বালাসোরের (Balasore) দেওয়া তথ্য অনুযায়ী এখন অবধি মৃতের সংখ্যা ২৮৮ জন। আইজি বালাসোর শ্রী হিমাংশু কুমার লাল শনিবার সিএন ডিজিটালকে বলেন, 'এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ৩৫০ জনের অধিক।' এবং তিনি আরও বলেন, 'এই দুর্ঘটনায় এখনও অবধি ১০০০ জনের উপরে আহত।' উড়িষ্যার বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।'

সূত্রের খবর, এখনও অবধি করমন্ডল এক্সপ্রেসের এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৮৮ জনের বেশি। যা হার মানিয়েছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের (Jnaneswari Express) দুর্ঘটনাও। রেল সূত্রের খবর, ২০১০ সালে ২৮শে মে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা ঘটে, যে দুর্ঘটনায় ১৪৮ জনের অধিক মানুষের মৃত্যু হয়। ওই দুর্ঘটনায় আহতের সংখ্যা ছিল ২০০-এর অধিক। আপাতত করমন্ডল এক্সপ্রেস এরই দুর্ঘটনা হার মানিয়েছে অন্যান্য অনেক দুর্ঘটনাকেই।

গতকাল রাত থেকেই উদ্ধারকাজে হাত লাগিয়েছিল স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছেছে বায়ু সেনা, সেনা, আধা সেনা ও সামরিক বাহিনী। সংশ্লিষ্ট বিভিন্ন উপায়ে তাদের উদ্ধার কার্য চালাচ্ছে তাঁরা। এখনও অবধি স্থানীয় মারফত যে খবর তাতে সম্প্রতিকালে এই দুর্ঘটনার একটি বৃহৎ দুর্ঘটনা। পাশাপাশি দক্ষিণ পূর্ব রেল ও খড়গপুর ডিভিশন সূত্রে খবর করমন্ডল এক্সপ্রেস ও হামসফর এক্সপ্রেসের মোট  ১৭ টি কামরা লাইনচ্যুত হয়। এ ঘটনায় জেনারেল কামরা অর্থাৎ আনরিজার্ভড কামরার যাত্রীদের পরিচয় উদ্ধারে বেগ পেতে হচ্ছে উড়িষ্যা ও রেল প্রশাসনকে।

এ বিষয়ে উড়িষ্যার স্বরাষ্ট্র সচিব সিএন-ডিজিটালকে বলেন, 'মৃতের সংখ্যা বেড়েই চলেছে। আহতদের চিকিৎসা চলছে। যাদের পরিচয় উদ্ধার করা যায়নি, তাদের ছবি আমরা বিভিন্ন মাধ্যমে পৌঁছানোর চেষ্টা করব, সেইখান থেকেই তাদের পরিচয়ের খোঁজ চালানো হবে।'


Follow us on :