১৪ মে, ২০২৪

Mamata: মমতার বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননা মামলা খারিজ করল আদালত
CN Webdesk      শেষ আপডেট: 2023-11-02 12:02:16   Share:   

জাতীয় সঙ্গীত নিয়ে অবমাননার মামলা খারিজ আদালতের। বিজেপির এক নেতা আদালতে অভিযোগ করেন, জাতীয় সঙ্গীত ও আবৃতি করা একই বিষয় নয়। এই নিয়ে অবমাননার মামলা করেন। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মুম্বইয়ের মেট্রোপলিটনের ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, মুম্বইয়ে একটি কর্মসূচিতে মমতা জাতীয় সঙ্গীত গাননি। আবৃত্তি করেছিলেন। তাই তাঁকে অবমাননায় অভিযুক্ত করা যায় না।

২০২১ সালের ১ ডিসেম্বর মুম্বইয়ের কাফে প্যারেডে যশবন্ত রাও চহ্বান প্রেক্ষাগৃহে একটি কর্মসূচিতে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা। কর্মসূচির শেষে চেয়ারে বসেই জাতীয় সঙ্গীতে গলা মিলিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। এমন কী জাতীয় সঙ্গীত না গেয়েই মঞ্চ ছেড়ে চলে যান বলে অভিযোগ তোলেন বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্ত।

এরপরই ক্যাফে প্যারেড থানায় অভিযোগ দায়ের করেন ওই বিজেপি নেতা। পুলিশ কোনও পদক্ষেপ না করায় মুম্বইয়ের মাঝগাঁও নগর দায়রা আদালতে অভিযোগ করেন তিনি। এরপর মামলা গড়ায় বম্বে হাই কোর্টেও।


Follow us on :