১৪ মে, ২০২৪

Mamata: 'বিরোধী জোটের জন্যই এলপিজি গ্যাসের দাম কমাতে বাধ্য হল কেন্দ্র,' টুইট মমতার
CN Webdesk      শেষ আপডেট: 2023-08-29 18:29:37   Share:   

কেন্দ্রের বিরোধী জোট মঞ্চ ইন্ডিয়া-র জন্যই এলপিজি সিলিন্ডারের দাম কমাতে বাধ্য হল কেন্দ্রীয় সরকার। নিজের টুইটার হ্যান্ডেলে এমনই লিখলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি জানান, রাখীর উপহার হিসেবে ২০০ টাকা করে এলপিজি গ্যাসের দাম কমানো হয়েছে। এর পরেই টুইট করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি লেখেন, বিগত ২ মাসে ২ বার ইন্ডিয়া-র বৈঠক হয়েছে। তার জন্যই গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা দাম কমল।

বর্তমানে কলকাতায় এলপিজি গ্যাসের দাম ১১২৯ টাকা। এবার থেকে সেই দাম কমে হবে ৯২৯ টাকা। অন্যদিকে উজ্জ্বলা যোজনায় আরও ২০০ টাকা কম দামে পাওয়া যাবে রান্নার গ্যাসের দাম। তবে ভর্তুকির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। উজ্জ্বলা যোজনায় সারা বছর মোট ১২টি গ্যাস সিলিন্ডার ভর্তুকি মূল্যে পান উপভোক্তারা। গত মার্চ মাসে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে ৯.৫৯ কোটি উপভোক্তাকে ভর্তুক্তি মূল্যে সিলিন্ডার দেওয়া হয়েছে।


Follow us on :