১১ মে, ২০২৪

Odisha: ভেঙে ফেলা হচ্ছে অস্থায়ী মর্গ হিসেবে ব্যবহৃত বাহনগা বাজারের স্কুলটি
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-09 14:41:59   Share:   

সম্প্রতি ওড়িশার (Odisha) ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় (Train Accident) নিহতদের দেহ রাখা হয়েছিল বাহনগা বাজারের এক স্কুলে। স্কুল বাড়ির ক্লাসরুমে একে একে রাখা হয়েছিল দেহগুলিকে। বাহনগা বাজার হাইস্কুলকে বানানো হয়েছিল অস্থায়ী মর্গ হিসেবে। ভয়াবহ ট্রেন দুর্ঘটনার আতঙ্ক মুছে এবার জীবনে ফিরছে বালাসোর।

গ্রীষ্মের ছুটি শেষে খুলছে বাহনগা বাজার হাইস্কুল। কিন্তু ট্রেন দুর্ঘটনায় মৃতদের দেহ রাখায় বাহনাগা বাজার হাইস্কুলে তাদের ছেলেমেয়েদের পাঠাতে রাজি নন অভিভাবকরা। ট্রেন দুর্ঘটনার দেহ রাখা স্কুলে যেতে ভয় পাচ্ছে পড়ুয়ারা। আর তাই প্রশাসন সেই স্কুল ভেঙে ফেলছে। যাতে কোনওভাবেই দু:স্বপ্নের বিস্মৃতি-চিহ্ন না থাকে। শুক্রবার বাহনগা বাজার হাইস্কুলের বেশীরভাগ অংশ ভেঙে ফেলা হল। আবার নতুন করে তৈরি হবে এই স্কুল। নতুন স্কুল বাড়ি তৈরি হলে তবেই পড়ুয়ারা ফের পঠনপাঠন শুরু করবেন।

প্রসঙ্গত, শালিমার থেকে চেন্নাইয়ে যাওয়ার পথে গত শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালাসোরের বাহনাগা বাজার স্টেশনে করমণ্ডল এক্সপ্রেস সহ তিনটি ট্রেনের সংঘর্ষে দেশের অন্যতম বড় রেল দুর্ঘটনা ঘটে। সরকারী হিসেবে ২৮৮ জন এই ট্রেন দুর্ঘটনায় নিহত হন।


Follow us on :