১২ মে, ২০২৪

Anubrata:'হিন্দি-ইংলিশ জানি না, বাংলা জানি', বিচারকের প্রশ্নে অনুব্রতর জবাব
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-10 16:12:56   Share:   

গরু পাচার-কাণ্ডে (Cow Smuggling case) ইডির হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডলকে শুক্রবার আদালতে তোলা হয়। তিন দিনের ইডি হেফাজত (ED Custody) শেষে এদিন রউস অ্যাভেনিউ আদালতে তোলা হয়েছিল তৃণমূল কংগ্রেস নেতাকে। আরও ১১ দিন ইডি হেফাজত মঞ্জুর আদালতের। এদিন শুনানি শেষে রায়দান কিছুক্ষণ স্থগিত রাখে আদালত। সেই সময় অনুব্রতর (Anubrata Mondal) আইনজীবী সংবাদ মাধ্যমকে জানান, 'কেন্দ্রীয় সংস্থার তরফে ১১ দিনের হেফাজতের আবেদন জানানো হলে, আমরা বিরোধিতা করি। এই গ্রেফতারি বেআইনি বলে সওয়াল করি। শেষ ৩ দিনে তদন্ত সেভাবে এগোয়নি, তাহলে আরও ১১ দিনের হেফাজতের কী দরকার? ৬০ দিনের বেশি গ্রেফতারি হয়ে গিয়েছে।'

জানা গিয়েছে অনুব্রতর তরফে আইনজীবী অভিযোগ করেন, 'আমরা যখন মক্কেলের সঙ্গে দেখা করতে যাচ্ছি, তখন সিসিটিভিতে নজরদারি চলছে। ব্যক্তিগত ভাবে কথা বলা যাবে না? তিন দিনে জেরায় কিছু পাওয়া যায়নি। তিন দিনে ২ ঘণ্টা জেরা করা হয়েছে।'

এই সওয়ালের পর বিচারকের নির্দেশ,'যখন আইনজীবীরা দেখা করতে যাবেন, তখন সিসিটিভি রাখা যাবে না।' পাশাপাশি অনুব্রতর সঙ্গে আলাদাভাবে কথা বলেন বিচারক। তিনি জানতে চান আপনি কিছু বলবেন? অনুব্রত বলেন, 'না।' বিচারক জানতে চান আপনি হিন্দি ও ইংলিশ জানেন? হিন্দিতে বিচারকের কথা বুঝতে না পারায় ইডি বাঙালি অফিসারের সাহায্য নেয়। তখন অনুব্রত বলেন, 'আমি হিন্দি-ইংলিশ জানি না।' বিচারক বলেন, 'বাংলা জানেন?' অনুব্রত বলেন, 'হ্যাঁ জানি'।


Follow us on :