১৪ মে, ২০২৪

SC: 'বিয়ের প্রচলিত ধারণাকে নতুন সংজ্ঞা দিতে হবে', সমকামী বিয়ে মামলায় কোর্টের পর্যবেক্ষণ
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-21 10:32:25   Share:   

সমকামী বিয়ে নিয়ে পর্যবেক্ষণ এবার সুপ্রিম কোর্টের (Supreme court)। বিয়ের জন্য ভিন্ন লিঙ্গের দুই ব্যক্তির উপস্থিতি অপরিহার্য কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। সমকামী সম্পর্ক যে শুধুমাত্র শারীরিক চাহিদার উপর নির্ভরশীল নয়, সেকথা পর্যবেক্ষণে বলেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ। আইপিসির ৩৭৭ ধারাকে প্রত্যাহার করে সমকামিতাকে ‘অপরাধ’-এর তকমা থেকে মুক্তি দিয়েছে দেশের শীর্ষ আদালত।

একজন পুরুষ কিংবা একজন মহিলা বলতে ঠিক কী বোঝায়, তার পরিপূর্ণ কোনও ধারণা আমাদের কাছে নেই। কারণ, গোটা বিষয়টি শুধুমাত্র তাঁদের যৌনাঙ্গের উপর নির্ভর করে না। বৃহস্পতিবার সমলিঙ্গ বিবাহ নিয়ে মামলার তৃতীয় দিনের শুনানিতে এই মন্তব্য করেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। 

সুপ্রিম কোর্টের প্রশ্ন— 'যদি সমকামিতা অপরাধ না হয়, তাহলে দু’জন প্রাপ্তবয়স্ক সমলিঙ্গের মানুষের বিয়ের মতো স্থিতিশীল বন্ধনে আবদ্ধ হতে বাধা কোথায়?' সমলিঙ্গ বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গে প্রধান বিচারপতির মন্তব্য, 'বিয়ে সম্পর্কে আমাদের প্রচলিত ধারণাকে নতুন ভাবে সংজ্ঞা দিতে হবে।'



Follow us on :