২৬ এপ্রিল, ২০২৪

Portal: বিচারপ্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনতে চালু হল সুপ্রিম কোর্টের ‘আরটিআই পোর্টাল’
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-25 11:49:23   Share:   

অবশেষে চালু হল সুপ্রিম কোর্টের (Supreme Court) ‘আরটিআই (তথ্যের অধিকার আইন) পোর্টাল’ (RTI Portal)। চলতি মাসেই শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (Justice D Y Chandrachur) একটি মামলার শুনানির সময় জানিয়েছিলেন, বিচারপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং গতিশীল করে তুলতে তথ্যের অধিকার আইন অনুযায়ী একটি অনলাইন পোর্টাল চালু করা হবে। বৃহস্পতিবার সকালে আদালত শুরুর আগে প্রধান বিচারপতি বলেন, ‘‘আজ থেকেই চালু হল সুপ্রিম কোর্টের আরটিআই পোর্টাল।’

দেশের বিভিন্ন হাই কোর্টে তথ্যের অধিকার আইনে (আরটিআই) দায়ের হওয়া মামলাগুলির সম্পর্কে জানার জন্য একটি পোর্টাল চালুর দাবিতে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। গত ১৫ নভেম্বর সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেছিলেন, ‘‘এমন পোর্টাল আগে সুপ্রিম কোর্টেই চালু করতে হবে। তার পর হাই কোর্টগুলিকেও এ ধরনের পোর্টাল চালুর কথা বলা যেতে পারে।’’ তাঁর সেই মন্তব্যের পরই শুরু হয়ে গিয়েছিল আরটিআই পোর্টাল চালুর কাজ।

ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন, সুপ্রিম কোর্টের আরটিআই পোর্টাল সব প্রস্তুত এবং এটি ১৫ মিনিটের মধ্যে চালু হবে।


Follow us on :