২৬ এপ্রিল, ২০২৪

ED: ফের ইডি হাজিরা এড়ালেন সুকন্যা, 'মণীশ কী করেছে জানি না', জবাব অনুব্রতর
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-20 18:08:53   Share:   

ফের হাজিরা এড়ালেন কেষ্ট কন্যা সুকন্যা মণ্ডল (Sukanya Mondal)। চলতি মাসের ১৫ তারিখের পর আজ অর্থাৎ সোমবার ২০ তারিখ সুকন্যাকে দিল্লির অফিসে হাজিরা দিতে বলে ইডি (ED)। গত ১৫ তারিখ শরীর অসুস্থতার দোহাই দিয়ে হাজিরা এড়িয়েছিলেন। এবারও হাজিরা এড়ালেন অনুব্রত কন্যা। কেন হাজিরাতে এলেন না, সে বিষয়ে অবশ্য কিছু জানায়নি অনুব্রত কন্যা। একই সঙ্গে আজকে অনুব্রত (Anubrata Mondal) ঘনিষ্ঠ ২ চালকল ব্যবসায়ীকেও তলব করা হয়েছিল, তলব করা হয়েছিল সুকন্যার গাড়ি চালক ও বীরভূমের ছাত্র পরিষদের নেতাকেও। সূত্রের খবর হাজিরা এড়িয়েছেন তারাও। 

ওই একই ঘটনায় অনুব্রত মণ্ডলের হিসেবে রক্ষক মনীশ কোঠারিকে গ্রেফতার করে ইডি, ৬ দিনের জেল হেফাজতের পর, সোমবার তাঁকে আদালতে তোলা হলে আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজাতের নির্দেশ দেয়। ফলত আগামী ১৪ দিন মনীশ কোঠারির ঠিকানা তিহার জেল। সোমবার আদালত থেকে তিহার যাওয়ার পথে মনীশ সাংবাদিকদের বলেন, 'আমার বিচারব্যবস্থার উপর আস্থা আছে।' 

পাশাপাশি এদিন সকাল থেকেই ম্যারাথন জেরা চলে অনুব্রতর। ইডির দাবি, প্রথম দিকে জেরায় বারবার মনীশ কোঠারির নাম নিয়েছিলেন তিনি। কিন্তু এখন জেরার সময় অনুব্রত বারবার বলছেন, 'মনীশ কোঠারি কি করেছে আমি কিছুই জানি না।' পাশাপাশি এদিন সায়গলকে নিয়ে প্রশ্ন করা হলে অনুব্রত জানান, 'সায়গল কেবল আমার দেহরক্ষী ছিল।' এছাড়াও ইডির দাবি, 'আবার শ্বাসকষ্টের সমস্যা বেড়েছে অনুব্রত মণ্ডলের। কাল রাত থেকে ফের শ্বাসকষ্ট সমস্যায় ভুগছেন। আজ অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষার জন্য রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।'

হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্টের জন্য অনুব্রতকে ঘনঘন ইনহেলার ব্যবহার করতে বলা হয়েছে। বেশি শ্বাসকষ্ট বাড়লে আগের মত অক্সিজেন মাস্ক ব্যবহার করতে বলেছেন চিকিৎসকরা।


Follow us on :