১৭ মে, ২০২৪

Chandrayaan 3: সাফল্যের পথে আরও এক ধাপ পার ইসরোর! 'চাঁদের দেশে' প্রবেশ করল চন্দ্রযান ৩
CN Webdesk      শেষ আপডেট: 2023-08-05 21:14:52   Share:   

স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)। শনিবার সন্ধ্যায় ৭ টা নাগাদ অবশেষে পৃথিবীর মায়া কাটিয়ে 'চাঁদের দেশে' (Moon Orbit) ঢুকে পড়ল চন্দ্রযান ৩। কোনও বাধা ছাড়াই চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে মহাকাশযানটি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাকে সুখবর জানিয়ে বার্তাও পাঠিয়েছে চন্দ্রযান ৩। জানিয়েছে, চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি অনুভব করতে পারছে। এবারে শুধু চাঁদের বুকে অবতরণ করার প্রতীক্ষা।

ইসরো সূত্রে খবর, এবার চাঁদের চারপাশে ১৬৬ কিমি X ১৮০৫৪ কিলোমিটারের উপবৃত্তাকার কক্ষপথে ঘুরবে চন্দ্রযান। চাঁদের কক্ষপথে প্রবেশ করার পর থেকেই ধীরে ধীরে গতিবেগ কমাতে শুরু করবে এটি। চাঁদের চারপাশে ৫-৬টি কক্ষপথ সম্পূর্ণ করে তা অবতরণ করবে চন্দ্রপৃষ্ঠে। এরপর ২৩ অগাস্ট সন্ধ্যা ৫টা ৪৭ মিনিট নাগাদ রোভার প্রজ্ঞানকে সফট ল্যান্ডিং করাবে ল্যান্ডার বিক্রম। ফলে এখন সবচেয়ে বড় পরীক্ষা হল প্রজ্ঞানকে নিরাপদে চাঁদে নামানো।

আর এই ল্যান্ডিং সফল হলেই তৈরি হবে এক নয়া ইতিহাস। ভারত প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে নামতে সফল হবে বলে বিশ্বাস ইসরোর। এর আগে তিনটি দেশ চাঁদের মাটিতে পা রাখলেও তারা কেউই দক্ষিণ মেরুতে নামতে পারেনি। ফলে ভারত সেই অসাধ্য সাধনের পথেই ধীরে ধীরে এগিয়ে চলেছে।


Follow us on :