১৭ মে, ২০২৪

Hilsa: পুজোর আগে বাঙালি পাতে পদ্মার ইলিশের আকাল? ইলিশ রপ্তানি বন্ধ করতে হাসিনা সরকারকে নোটিশ
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-11 18:15:17   Share:   

সদ্য ভারত সফর শেষে বাংলাদেশে (Bangladesh) ফিরেছেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার চার দিনের ভারত সফরে এ দেশে ঢুকেছিল প্রায় দু হাজার একশো টন পদ্মার ইলিশ। কিন্তু সপ্তাহ ঘুরতেই দুঃসংবাদ বাঙালি হেঁশেলে। আগামী সাত দিনের মধ্যে ভারতে ইলিশ রফতানি স্থায়ীভাবে বন্ধ করতে আবেদন জমা। রীতিমতো আবেদন করে বাংলাদেশ সরকারের কাছে আইনি নোটিস পাঠানো হয়েছে। রবিবার এমনই তথ্য বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র প্রতিবেদনে।

জানা গিয়েছে, বাংলাদেশ সরকার-সহ বিভিন্ন বিভাগ এবং তিনটি সংস্থার কাছে ভারতে ইলিশ রফতানি বন্ধের আবেদনের নোটিস পাঠিয়েছেন সে দেশের সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

প্রসঙ্গত, ভারতে ইলিশ রফতানির উপর আগেই নিষেধাজ্ঞা জারি ছিল। তবে গত দু’বছরের মতো দুর্গাপুজোর আগে এ বছরও উপহার হিসাবে ইলিশ পাঠানোর কথা ঘোষণা করে বাংলাদেশ। কিন্তু পুজো উপহার বাবদ আগামী ১০ অক্টোবরের মধ্যে ২০৮০ মেট্রিক টন ইলিশ ভারতে আসবে বলে জানা গিয়েছিল। সরকারের কাছে এই আবেদন জমা পড়ায়, কী সিদ্ধান্ত হয়। সেদিকে তাকিয়ে এপার বাংলা।


Follow us on :