১১ মে, ২০২৪

Cow: লাইনে দাঁড়িয়ে প্রস্রাবের খেসারত! ট্রেনে ধাক্কা খাওয়া গরু ঘাড়ে এসে পড়ায় বৃদ্ধের মৃত্যু
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-21 17:02:52   Share:   

রেললাইনে দাঁড়িয়ে প্রস্রাব করার খেসারত। ট্রেনে ধাক্কা খাওয়া গরু ঘাড়ে এসে পড়ায় ঘটনাস্থলেই মৃত্যু এক বৃদ্ধের। মর্মান্তিক এই ঘটনা রাজস্থানের আলওয়ারে। জানা গিয়েছে, বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেসে ধাক্কা লাগে একটি গরুর। সেই গরুর দেহাংশ প্রস্রাবরত ওই বৃদ্ধের ঘাড়ে এসে পড়াতেই এই বিপত্তি। মৃত বৃদ্ধের নাম শিবদয়াল শর্মা। তিনি ভারতীয় রেলেরই প্রাক্তন কর্মী। সূত্রের খবর, বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ কালীমোরি গেট ছেড়ে বেরিয়ে আসছিল বন্দে ভারত ট্রেনটি। সেই সময় হঠাৎই একটি গরু রেললাইনে চলে আসে। ট্রেনের ধাক্কায় গরুর শরীরের একটি অংশ ৩০ মিটার দূরে থাকা শিবদয়ালের ঘাড়ে ওপর এসে পড়ে। গরুটি ঘাড়ে এসে পড়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

গরুর সঙ্গে বন্দে ভারতের সংঘর্ষ এই প্রথম নয়। এর আগে এমন ঘটনা অনেক ঘটেছে। এ ছাড়াও বিভিন্ন রুটে গবাদি পশুকে ধাক্কা মারার নজির রয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালেই শিবদয়ালের দেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়।


Follow us on :