২৭ এপ্রিল, ২০২৪

Train: বিহারে টিকিট পরীক্ষার সময় হঠাৎ রেল বগিতে পাথরবৃষ্টি, আহত অন্তত ১১
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-31 19:05:52   Share:   

ফের খবরের শিরোনামে বিহার (Bihar)। কখনও ট্রেনের কামরা চুরি তো আবার কখনও ট্রেন থেকে তেল চুরি। এবার ট্রেনের একটি বগিকে (Train Compartment) লক্ষ্য করে ছোড়া হয় পাথর (Stone Pelting)। আর তাতে ৬ সাধারণ যাত্রী সহ আহত হয়েছেন মোট ১১ জন। টিকিট পরীক্ষক সহ রেলের পাঁচ কর্মী আহত। ঘটনাটি শুক্রবার রাতে বিহারের মাধেপুর জেলার সমস্তিপুর ডিভিশনের। রেল সূত্রে খবর, এই ঘটনায় ট্রেনের একটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্রের খবর, ০৫২৯৯ নং প্যাসেঞ্জার ট্রেনটি সহর্ষ থেকে বিহারিগঞ্জে যাচ্ছিল। বুধমা স্টেশনে থামতেই ঘটে বিপত্তি। ইঞ্জিন লাগোয়া বগিকে লক্ষ্য করে একদল উত্তেজিত জনতা পাথর ছুড়তে শুরু করেন। তখন ওই বগিতে চলছিল টিকিট চেকিং। ঘটনায় টিকিট চেকার-সহ সাধারণ যাত্রীরা আহত হন। কারও মাথায়, কারও হাতে বা পায়ে পাথর লাগে।

রেলের এক কর্মী জানান, কেন এমন ঘটনা ঘটল তা বুঝতেই পারছেন না। সেসময় তাঁরাও ট্রেনের মধ্যে ছিলেন। সকলে নিজেকে বাঁচাতে ট্রেনের আসনের নীচে আশ্রয় নিয়েছিলেন। তাঁর অনুমান, টিকিট পরীক্ষা করা হচ্ছিল বলেই ওই বগিকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। প্রায় ১০ মিনিট ধরে চলে এই হামলা। 

রেল পুলিস জানিয়েছে, ঘটনার সঙ্গে যাঁরা জড়িত তাঁদের খুঁজে বের করা হবে। তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হবে।


Follow us on :