১৬ মে, ২০২৪

Kedarnath: কেদারনাথ ধামে তুষারপাত, নিয়ন্ত্রিত করা হয়েছে পুণ্যার্থীদের যাত্রা
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-02 17:47:49   Share:   

কেদারনাথ (Kedarnath) ধামে তুষারপাত (Snowfall)। কেদারের পথ যাত্রায় ব্যাঘাতের কারণ তুমুল বৃষ্টি ও ভারী তুষারপাত। যার ফলে পুণ্যার্থীদের (Meritorious)  আপাতত স্থগিত রাখা হয়েছে কেদারনাথ যাত্রা। বর্তমানে কেদারনাথে চলবে টানা তুষারপাত। ইতিমধ্যেই রাস্তায় ৩ থেকে ৪ ফুটের বরফ (Ice) জমে গিয়েছে। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, হিমালয় পর্বতমালা (Himalaya Mountains) এবং সংলগ্ন এলাকায় গত কয়েক দিন ধরেই বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পুণ্যার্থীদের জন্য সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। 

মার্চ মাসের ২৫ তারিখে কেদারনাথের দরজা খুলে গিয়েছিল। কিন্তু এরপর থেকে ভারী বৃষ্টি ও তুষারপাতের জন্য নিয়ন্ত্রিত করা হয়েছে কেদারধাম যাত্রা। সূত্রের খবর, কেদারনাথের শুরু অর্থাৎ সোনপ্রয়াগ থেকে সকাল সাড়ে দশটার পর কোন পুণ্যার্থীকে আর কেদারের উদ্দেশ্যে যেতে দেওয়া হচ্ছে না। কারণ স্বরূপ রুদ্রপ্রয়াগ জেলার পুলিস সুপার জানিয়েছে, দুপুরের পর থেকেই জঙ্গলচট্টি, ভীমবলি এলাকায় বৃষ্টি শুরু হচ্ছে, সঙ্গে ভারী তুষারপাত। গোটা কেদারের পথে প্রবল তুষারপাতের দরুন সমস্যায় পড়তে হচ্ছে পুণ্যার্থীদের। পাশাপাশি প্রাণহানির আশঙ্কাও থাকছে বলে খবর। তাই কেদারধাম যাত্রা শুরুর কিছুদিনের মধ্যেই নিয়ন্ত্রণ করা হয়েছে কেদারনাথ যাত্রা। পূর্বে ভারী বর্ষণে মন্দাকিনি নদীর ধসে কেদারের বিপত্তির কথা এখনও সবার মনে আছে, সেই ঘা এখনও দগদগে। সেকারণেই পূর্বে সতর্কতা স্বরূপ কেদারনাথ যাত্রা নিয়ন্ত্রণ করা হয়েছে। আপাতত চলতি সপ্তাহে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা নেই। আগামী এক সপ্তাহ পর্যন্ত যাত্রা স্থগিত থাকবে বলেই মনে করা হচ্ছে। কবে যাত্রা আবার শুরু করা যাবে, আপাতত তা অনিশ্চিত।


Follow us on :